জেরুজালেম রক্ষায় যৌথ অনুষ্ঠান সম্প্রচার করবে আরবের টেলিভিশন ও রেডিও

আরবের রেডিও স্টেশন ও টেলিভিশন চ্যানেলগুলো ফিলিস্তিনের রাজধানী হিসেবে জেরুজালেমের সমর্থনে যৌথ অনুষ্ঠান সম্প্রচার করবে। রবিবার ইসরায়েলের রাজধানী হিসেবে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের স্বীকৃতির প্রতিবাদে এই অনুষ্ঠান প্রচারিত হবে।

আল-আকসা

গত সপ্তাহে আরবের রাষ্ট্রীয় সম্প্রচার ইউনিয়ন ১৭ ডিসেম্বর ফিলিস্তিনিদের প্রতি সংহতি ও জেরুজালেমের সমর্থনে যৌথ অনুষ্ঠান সম্প্রচারের সিদ্ধান্ত নেয়।

ফিলিস্তিনের রাষ্ট্রীয় টেলিভিশন ও রেডিও একটি অনুষ্ঠান প্রচার করবে যাতে ফিলিস্তিন ও আরব অতিথিরা কথা বলবেন। তারা জেরুজালেমকে রক্ষার গুরুত্ব আরব ও মুসলিমদের মধ্যে তুলে ধরবেন।

ভয়েস অব ফিলিস্তিন রেডিও-এর জেনারেল সুপারভাইজর আহমেদ আসাফ বলেন, এই যৌথ সম্প্রচারের মধ্য দিয়ে ডোনাল্ড ট্রাম্পকে একটি বার্তা দেওয়া হবে। আর তা হলো জেরুজালেমকে ইসরায়েলের রাজধানী হিসেবে তিনি যে স্বীকৃতি দিয়েছেন তা প্রত্যাখ্যান করা হয়েছে। যারা জেরুজালেমকে রক্ষায় আন্দোলন করছেন তারাও বুঝতে পারবেন, তারা একা নন।

আসাফ জানান, ‘জেরুজালেম আমাদের ঐক্যবদ্ধ’ করেছে স্লোগানে অনেকগুলো আরব রেডিও ও টেলিভিশন চ্যানেল যৌথ অনুষ্ঠান সম্প্রচারে একমত হয়েছে। সূত্র: আনাদোলু এজেন্সি।