কনসার্ট বাতিল: লর্ড’র সাক্ষাৎ চেয়েছেন ইসরায়েলি রাষ্ট্রদূত

নিউ জিল্যান্ডে নিযুক্ত ইসরায়েলি রাষ্ট্রদূত গ্র্যামিজয়ী পপশিল্পী-গীতিকার লর্ড’র সঙ্গে সাক্ষাৎ করতে চেয়ছেন। ইসরায়েলের রাজধানী তেল আবিবে কনসার্ট বাতিল করায় রাষ্ট্রদূত এই সাক্ষাৎ চেয়েছেন।

সংগীত শিল্পী লর্ড

বড়দিনে তেল আবিবে কনসার্টে অংশ নেওয়ার কথা ছিল এই শিল্পীর। জুন মাসেই এই সূচি তৈরি করা হয়েছিল। বয়কট, ডাইভেস্টমেন্ট, স্যাংকশন্স (বিডিএস) আন্দোলনের সমালোচনার মুখে লর্ড কনসার্টটি বাতিল করেন।

ইসরায়েলের রাষ্ট্রদূত ইটঝাক গারবার্চ মঙ্গলবার রাতে ২১ বছরের এই তারকাকে সামাজিক মাধ্যমে সাক্ষাতের আমন্ত্রণ জানান। পরে বুধবার আনুষ্ঠানিক বিবৃতি দেন রাষ্ট্রদূত। এতে বলা হয়, কনসার্ট বাতিলের কারণে ইসরায়েলে লর্ড-এর ভক্তরা হতাশ হয়েছেন।

লর্ডের প্রতি এক খোলা চিঠিতে ওই কনসার্টে অংশ না নেওয়ার আহ্বান জানান নিউজিল্যান্ডে বসবাসকারী সাবেক ফিলিস্তিনি নাগরিক নাদিয়া আবু সাহনাব ও জাস্টিন স্যাক। এরপর নিউজিল্যান্ডের ভক্তরাও লর্ডকে ওই কনসার্টে অংশগ্রহণ না করতে চাপ প্রয়োগ করেন। এর প্রতিক্রিয়ায় পপশিল্পী ওই কনসার্টের পরিকল্পনা বাতিল করেছেন।

২৪ ডিসেম্বর ইসরায়েলি নিউজ সাইট ওয়াইনেট এক খবরে জানায়, স্থানীয় আয়োজকরা এক বিবৃতিতে লর্ডের ওই কনসার্ট বাতিলের ঘোষণা কথা জানান।

খোলাচিঠিতে নাদিয়া ও জাস্টিন স্যাক জানান, এই বাস্তবতায় ইসরায়েলে লর্ডের কনসার্ট ‘ভুল বার্তা’ দিতে পারে। চিঠিতে তারা লর্ডের উদ্দেশে লিখেছেন, ‘তেল আবিবে কনসার্ট করা মানে হচ্ছে ইসরায়েলি সরকারকে সমর্থন দেওয়া। আপনি কনসার্টে কোনও রাজনৈতিক মন্তব্য না করলেও এটাই বাস্তব।’ ওই খোলা চিঠির জবাবে ২১ বছর বয়সী বিখ্যাত পপ তারকা জানান, তিনি কনসার্টটি নিয়ে সম্ভাব্য সব ধরনের বিকল্প পথের অনুসন্ধান করছেন। সূত্র: গার্ডিয়ান।