সিরিয়া ইস্যুতে রাশিয়া-ইরানের দূতকে তলব তুরস্কের

সিরিয়ার ইদলিবে প্রেসিডেন্ট বাশার আল-আসাদের বাহিনীর হামলার ঘটনায় রাশিয়া ও ইরানের রাষ্ট্রদূতকে তলব করেছে তুরস্কের পররাষ্ট্র মন্ত্রণালয়। মঙ্গলবার উভয় দেশের কূটনীতিককে তলব করা হয়। কূটনীতিক সূত্রের বরাত দিয়ে এখবর জানিয়েছে তুরস্কের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম আনাদোলু এজেন্সি।

thumbs_b_c_f69bc3c5d10a6ad1f9784b9a3472c882

নাম প্রকাশে অনিচ্ছুক ওই কর্মকর্তা জানান, তুরস্কের আঙ্কারায় নিযুক্ত রুশ রাষ্ট্রদূত আলেক্সেই ইয়েরখব ও ইরানের রাষ্ট্রদূত মোহাম্মদ ইবরাহিম তেহেরিয়ানকে ইদলিবে হামলায় অস্বস্তির বিষয়ে অবগত করতে তলব করা হয়।

রাষ্ট্রদূতদের তলব করার আগে সামরিক ও কূটনীতিক চ্যানেলে নিজেদের উদ্বেগের কথা রুশ ও ইরানি কর্মকর্তাদের জানিয়েছে।

তুর্কি কর্মকর্তা জানান, ইদলিবে নিরাপদ অঞ্চলে হামলা চালিয়ে আসাদ সরকার চুক্তি লঙ্ঘন করছে। এধরনের লঙ্ঘনের ঘটনা বন্ধের জন্য রাষ্ট্রদূতদের বলা হয়েছে।