সিরিয়ায় মার্কিন জোটের পাল্টা হামলায় শতাধিক আসাদপন্থী সেনা নিহত

 

সিরিয়ার পূর্বাঞ্চলে যুক্তরাষ্ট্র ও দেশটির সমর্থিত সিরীয় বিদ্রোহীদের এক রাতের হামলায় দেশটির প্রেসিডেন্ট বাশার আল-আসাদপন্থী শতাধিক সেনা নিহত হয়েছে। বৃহস্পতিবার এক মার্কিন কর্মকর্তা এই তথ্য জানিয়েছেন। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।

download

নাম প্রকাশে অনিচ্ছুক ওই কর্মকর্তা জানান, নিহতের এই সংখ্যা প্রমাণ করে হামলাটি অনেক বড় ছিল। প্রায় ৫০০ বিরোধী সেনা আর্টিলারি, ট্যাংক, একাধিক রকেট লঞ্চার ও মর্টার নিয়ে এই হামলা চালায়।

মার্কিন কর্মকর্তার এই দাবির সত্যতা পাওয়া গেছে সিরিয়ার রাষ্ট্রীয় সংবাদমাধ্যমের খবরেও। রাষ্ট্রীয় টেলিভিশনের খবরে বলা হয়েছে, আইএসবিরোধী মার্কিন নেতৃত্বাধীন জোট ইউফ্রেতাস নদির দেইর আ-জোর প্রদেশে সরকারপন্থী সেনাদের ওপর হামলা চালিয়েছে। এতে অনেকেই নিহত ও আহত হয়েছেন।

মার্কিন ওই কর্মকর্তা জানান, পাল্টা হামলার সময় যুক্তরাষ্ট্রের কোনও সেনা নিহত বা আহত হয়নি। তবে সিরিয়ান ডেমোক্র্যাটিক ফোর্সেস (এসডিএফ)-এর এক যোদ্ধা আহত হয়েছে।

এসডিএফের মধ্যে অনেক মার্কিন সেনা রয়েছেন। দেইর আল-জোর প্রদেশে এসডিএফের সদর দফতরে হামলা চালিয়েছিল সিরীয় সেনারা। এই হামলার পর পাল্টা হামলা চালায় মার্কিন জোট ও তাদের সমর্থিত বিদ্রোহীরা।

হামলাকারীদের পরিচয় সম্পর্কে যুক্তরাষ্ট্র বা মার্কিন সমর্থিত জোটের পক্ষ থেকে বিস্তারিত কিছু জানানো হয়নি। তবে দ্য সিরিয়ান আর্মি নামের সেনাদের সমর্থন দিচ্ছে ইরানি মিলিশিয়া ও রুশ বাহিনী।