ভারতে রুহানি, আলোচনায় ভারত-ইরান পাইপলাইন

ইরানের প্রেসিডেন্ট ড. হাসান রুহানি তিন দিনের সফরে বৃহস্পতিবার ভারত পৌঁছেছেন। হায়দরাবাদ বিমানবন্দরে তাকে স্বাগত জানান তেলাঙ্গানা রাজ্যের গর্ভনরসহ উচ্চপদস্থ কর্মকর্তারা।  

ইরানি প্রেসিডেন্ট হাসান রুহানি

ড. রুহানি হায়দরাবাদে দুই দিন অবস্থান করবেন। সেখানে তিনি ভারতের আলেমদের সঙ্গে বৈঠকের পাশাপাশি হায়দরাবাদ জামে মসজিদে জুমার নামাজ আদায় করবেন।

সফরসূচি অনুসারে, শনিবার তিনি ভারতের রাজধানী নয়াদিল্লি যাবেন। সেখানে তাকে আনুষ্ঠানিকভাবে অভ্যর্থনা জানানো হবে। শনিবার দিল্লি পৌঁছেই তিনি দেশটির প্রেসিডেন্ট রামনাথ কোবিন্দ, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও পররাষ্ট্রমন্ত্রী সুষমা স্বরাজের সঙ্গে বৈঠক করবেন। এসব বৈঠকে দ্বিপক্ষীয় সম্পর্ক শক্তিশালী করার উপায় নিয়ে আলোচনা করার পাশাপাশি আঞ্চলিক ও আন্তর্জাতিক নানা ইস্যুতে আলোচনা হবে বলে জানিয়েছে ইরান।

ভারতীয় সংবাদমাধ্যমের খবর অনুসারে, রুহানির নয়াদিল্লি সফরে ইরানের চাবাহার বন্দর উন্নয়নে দু’দেশের মধ্যে ৫০ কোটি ডলারের চুক্তি হতে পারে। একই সঙ্গে সাগরের তলদেশে পাইপলাইন স্থাপনের মাধ্যমে ইরানের গ্যাস ভারতে আনার সম্ভাব্যতা নিয়েও আলোচনা হবে।

এ সফরে দুই দেশের মধ্যে অন্তত ১৫টি চুক্তি ও সমঝোতা স্মারক সই হওয়ার কথা রয়েছে। সূত্র: পার্স টুডে।