সিরিয়ার সঙ্গে সমঝোতার কথা ‘অস্বীকার’ কুর্দিদের

কুর্দি যোদ্ধাদের সংগঠন ওয়াইপিজি তুরস্কের বিরুদ্ধে সিরিয়ার সরকারের সঙ্গে কোনও সমঝোতা হওয়ার কথা অস্বীকার করেছে।  তাদের ভাষ্য, তারা শুধু সিরিয়ার সরকারকে সীমান্ত রক্ষার আহ্বান জানিয়েছে।

afrin

তুরস্কের শক্তিশালী অভিযানের পর বিপদে আছে কুর্দিরা। আফরিনে তুরস্কের প্রবল আক্রমণের স্বীকার হয়েছে তারা। আফরিন কুর্দিদের শক্তিশালী ঘাঁটিগুলোর একটি। কুর্দিরা নিজেদের জন্য স্বায়ত্তশাসন চায়। না তুরস্ক আর না সিরিয়া তা সমর্থন করে।

ওয়াইপিজির সঙ্গে সিরিয়ার সরকাকের সম্পর্ক জটিল। সিরিয়া যুদ্ধে এই দুই পক্ষই সবচেয়ে বেশি এলাকা নিজেদের নিয়ন্ত্রণে রাখতে পেরেছে।

তারপরও সিরিয়া কুর্দিদের সমর্থন নিয়ে সীমান্তে তুরস্কের বিরুদ্ধে যুদ্ধের সিদ্ধান্ত নেয়। খবর প্রকাশিত হয়েছিল, সিরিয়ার সরকারি বাহিনীর সঙ্গে সমঝোতা হয়েছে কুর্দিদের।

ওয়াইপিজির মুখপাত্র নৌরি মাহমুদ রয়টার্সক বলেছেন, ‘কোনও চুক্তি হয়নি। আমরা শুধু সিরিয়ার সেনাবাহিনীকে বলেছিলাম সীমান্ত রক্ষা করতে।’

তুরস্ক বলেছে, সেনাবাহিনী যদি সিরিয়ার আফরিন এলাকায় প্রবেশ করে তাহলে তাদের বিরুদ্ধে যুদ্ধ করবে তুরস্ক।