উপসাগরীয় দেশগুলো ইসরায়েলকে বন্ধু হিসেবেই দেখে: নেতানিয়াহু

ইরানী আগ্রাসনের কারণে আরব উপসাগরীয় অঞ্চলের দেশগুলো ইসরায়েলকে বন্ধু হিসেবেই দেখে। গতকাল উপসাগরীয় অঞ্চলের দেশগুলোর সঙ্গে ইসরায়েলের উষ্ণ সম্পর্ক আছে কি না জানতে চাইলে ফক্স নিউজকে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেছেন, তাদের মধ্যে অবশ্যই ভালো সম্পর্ক আছে । ৪০ মিনিটের ওই সাক্ষাৎকারে নেতানিয়াহু গুরুত্বপূর্ণ রাজনৈতিক ও অর্থনৈতিক বিষয়ের পাশাপাশি ফিলিস্তিনে শান্তি স্থাপন ও ইরানকে কেন্দ্র করে উপসাগরীয় দেশগুলোর সঙ্গে ইসরায়েলের নতুন সম্পর্কের সমীকরণ নিয়ে কথা বলেছেন। 

neta

উপসাগরীয় আরব দেশগুলোর সঙ্গে ইসরায়েলের সম্পর্কের বিষয়ে নেতানিয়াহু বলেছেন, ‘আমি মনে করি এখানে দুটি বিষয় আছে। প্রথমত, তারা এটা বোঝেন যে ইসরায়েল কোনও প্রতিপক্ষ নয় বরং ইরানের আগ্রাসনের বিরুদ্ধে তাদের গুরুত্বপূর্ণ সহযোগী। দ্বিতীয়ত, তারা এটাও বুঝতে শুরু করেছেন, ইসরায়েলের মূল শক্তি তার প্রযুক্তি, যা ব্যবহার করে ইসরায়েল তার বন্ধু রাষ্ট্রগুলোর কল্যাণ নিশ্চিতে কাজ করতে পারে। তারা নিজেরাও সেটা চান। সুতরাং একদিকে রয়েছে নিরাপত্তার বিষয় আর অন্যদিকে সাধারণ মানুষের কল্যাণ নিশ্চিত করার বিষয়। এই দুটি বিষয়ের সমন্বিত প্রভাবের কারণে ইসরায়েল ও আরব দেশগুলোর সম্পর্কে নাটকীয় পরিবর্তন এসেছে।’ ইরানের আগ্রাসী মনোভাবের বিরুদ্ধে নেতানিয়াহু ফক্স নিউজকে বলেছেন, ইরান সাম্রাজ্য স্থাপন করতে চায়। সেটা সে শুরু করেছে ইরাক, সিরিয়া ও লেবাননের মতো দেশগুলোর সাহায্যে ভূমধ্যসাগরীয় অঞ্চলে ‘ল্যান্ড করিডোর’ স্থাপনের মাধ্যমে। তার ভাষ্য, ইরানের এহেন আগ্রাসনের বিরুদ্ধে তার সঙ্গে একমত হয়েছে উপসাগরীয় অঞ্চলের আরব দেশগুলো। ইরানকে মোকাবেলা করাই ইসরায়েল ও উপসাগরীয় দেশগুলোর জন্য এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ।

ফিলিস্তিনে শান্তি প্রতিষ্ঠার অগ্রগতি সম্পর্কে জানতে চাইলে নেতানিয়াহু জানিয়েছেন, প্রক্রিয়াটির অগ্রগতি হচ্ছে। তবে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে বেশ সময় লাগবে। তিনি বলেছেন, ‘আরব দেশগুলোর সঙ্গে হওয়া নতুন সম্পর্কের প্রতি ইসরায়েল অত্যন্ত গুরুত্ব দিচ্ছে।’ উল্লেখ্য, ইরানসহ অন্যান্য আঞ্চলিক বিষয়ে করণীয় নির্ধারণে সৌদি আরব ইসায়েলের সঙ্গে আলোচনা চালিয়ে যাচ্ছে। ইসরায়েলের সংবাদপত্র ‘ইসরায়েল হায়োম’ লিখেছে, দুই দেশ বেশ কিছু চিঠি চালাচালিও করেছে সমঝোতা প্রক্রিয়া এগিয়ে নিতে। আবার মিসর ইসরায়েলের কাছ থেকে গ্যাস আমদানির অনেক বড় চুক্তি করেছে সম্প্রতি।