হোমসে ক্ষেপণাস্ত্র ভূপাতিত করার দাবি সিরিয়ার

সিরিয়ার আকাশ প্রতিরক্ষাবাহিনী দেশটির হোমস প্রদেশে একটি ক্ষেপণাস্ত্র ভূপাতিত করার দাবি করেছে। মঙ্গলবার এই ক্ষেপণাস্ত্র ভূপাতিত করা হয় বলে জানিয়েছে সিরিয়ার রাষ্ট্রীয় বার্তা সংস্থা। সিরিয়া দাবি করেছে, ক্ষেপণাস্ত্রটি একটি বিমান ঘাঁটি লক্ষ্য করে ছোড়া হয়েছিল।

5ad54a5acdd01_be44839236c0401c54017ba29413294fa85453f8

ফরাসি বার্তা সংস্থা এএফপি জানায়, সিরীয় বার্তা সংস্থাটি এই ঘটনার বিস্তারিত জানায়নি। এই হামলাটি কারা চালিয়েছে তাও স্পষ্ট নয়। তবে সিরিয়ার রাষ্ট্রীয় টেলিভিশনে হামলাটিকে ‘আগ্রাসন’ হিসেবে আখ্যায়িত করা হয়েছে।

যুক্তরাজ্যভিত্তিক যুদ্ধ পর্যালোচনাকারী সংস্থা সিরিয়ার অবজারভেটরি ফর হিউম্যান রাইটস জানিয়েছে, আল শায়রাত বিমান ঘাঁটির কাছে এবং দামেস্কের কাছে কালামৌনে বড় ধরনের বিস্ফোরণের শব্দ শোনা গেছে। এই দুই স্থানে বিমান ঘাঁটি অবস্থিত।

সংস্থাটির প্রধান রামি আবদেল রহমান জানান, ক্ষেপণাস্ত্রগুলো কোনও বিমান ঘাঁটিতে আঘাত করতে পারেনি।

ক্ষেপণাস্ত্রটি ইসরায়েল ছুড়েছে এমন খবরে ইসরায়েলি সামরিক বাহিনীর মুখপাত্র জানান, এ ধরনের ঘটনা সম্পর্কে তিনি অবহিত নন। আর যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা দফতর পেন্টাগনের নারী মুখপাত্র হিদার ব্যাব জানান, ওই অঞ্চলে যুক্তরাষ্ট্র বা জোটের কোনও অভিযান চলছে না।

এর আগে গত বছর এপ্রিলে শায়রাত বিমান ঘাঁটিতে যুক্তরাষ্ট্র টমাহক ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছিল।