একসঙ্গে রোজা শুরু করলো ইরাকের সুন্নি-শিয়ারা

ইরাকে বৃহস্পতিবার একসঙ্গে রোজা রাখা শুরু করেছেন সুন্নি ও শিয়া মতাবলম্বী মুসলিমরা। গত কয়েক দশকের মধ্যে সংঘাতপূর্ণ ইরাকে এই প্রথমবারের মতো সুন্নি ও শিয়া মতাবলম্বীরা একসঙ্গে রোজা রাখছেন।

DdSkgBzX0AEl4nk

ইরাকে শিয়াদের শীর্ষ ধর্মীয় নেতা আলি আল-সিসতানি বুধবারে এক সংক্ষিপ্ত বিবৃতিতে বৃহস্পতিবার রোজা রাখার ঘোষণা দিয়েছেন। সুন্নিদের শীর্ষ ধর্মীয় সংস্থার পক্ষ থেকে দেওয়া ঘোষণাতেও বৃহস্পতিবার রোজা শুরু করার ঘোষণা দেওয়া হয়েছে।

তুরস্কের রাষ্ট্রীয় বার্তা সংস্থা আনাদোলু এজেন্সির দাবি, গত কয়েক দশক ধরে ইরাকে সুন্নিদের একদিন পরে রোজা রাখা শুরু করতেন শিয়া মতালম্বীরা। 

এদিকে, বুধবার পবিত্র রমজান মাস পালন শুরু করেছে তুরস্ক। আর সৌদি আরবসহ কাতার, ইন্দোনেশিয়া, লেবানন, সিরিয়া, মিসর, মরক্কো ও বাহরাইনে বৃহস্পতিবার শুরু হয়েছে সিয়াম সাধনা। বাংলাদেশে শুক্রবার শুরু হবে রোজা।