জাজানে হুথি ক্ষেপণাস্ত্র ভূপাতিত করার দাবি সৌদি আরবের

সৌদি আরবের আকাশ প্রতিরক্ষা বাহিনী দেশটির দক্ষিণাঞ্চলীয় শহর জাজানে ইয়েমেনের হুথি বিদ্রোহীদের নিক্ষেপ করা একটি ক্ষেপণাস্ত্র ধ্বংস করেছে। সোমবার সৌদি আরবের নেতৃত্বাধীন জোটের পক্ষ থেকে এই দাবি করা হয়েছে। মধ্যপ্রাচ্যবিষয়ক সংবাদমাধ্যম মিডল ইস্ট আই এখবর জানিয়েছে।

Houthi missile reuters

সৌদি নেতৃত্বাধীন জোটের মুখপাত্র তুর্কি আল-মালকি জানান, সৌদি আরবের বিমান বাহিনী ক্ষেপণাস্ত্রটি আকাশেই ধ্বংস করেছে।

মুখপাত্র অভিযোগ করেন, হুথিরা হামলার লক্ষ্যবস্তু হিসেবে আবাসিক এলাকা নির্বাচন করছে।

এর আগে হুথি বিদ্রোহীরা জানায়, তারা জাজান বিমানবন্দর লক্ষ্য করে বদর-১ ক্ষেপণাস্ত্র ছুড়েছে। তবে এ সম্পর্কে বিস্তারিত কিছুই জানায়নি তারা।

ইরান সমর্থিত হুথি বিদ্রোহীরা রাজধানী সানাসহ ইয়েমেনের বেশিরভাগ ভূখণ্ড নিয়ন্ত্রণ করছে। গত কয়েক মাসে সৌদি আরব লক্ষ্য করে একাধিক ক্ষেপণাস্ত্র ছুড়েছে তারা।

ইরান সমর্থিত হুথি বিদ্রোহীরা সৌদি নেতৃত্বাধীন সামরিক জোটের সঙ্গে ২০১৫ সাল থেকে লড়াই চালিয়ে যাচ্ছে। আন্তর্জাতিক সমর্থনপুষ্ট সরকারকে হটিয়ে হুথি বিদ্রোহীরা রাজধানী দখল করে নিলে এই সংঘাত শুরু হয়। ইয়েমেনযুদ্ধকে আন্তর্জাতিক সম্প্রদায় আঞ্চলিক শক্তি ইরান ও সৌদি আরবের মধ্যকার ছায়াযুদ্ধ হিসেবে দেখে থাকে। এ পর্যন্ত এই সংঘাতে অন্তত দশ হাজার মানুষের প্রাণহানি ঘটেছে, বাস্তুচ্যুত হয়েছে লাখ লাখ মানুষ।