এরদোয়ানকে হত্যার ষড়যন্ত্র!

বলকান দেশ সফরের সময় তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এরদোয়ানকে হত্যার ষড়যন্ত্র করেছে তুর্কিদের একটি গোষ্ঠী। এই তথ্য নিশ্চিত করেছেন নাম প্রকাশে অনিচ্ছুক এক তুর্কি গোয়েন্দা সূত্র। মধ্যপ্রাচ্য বিষয়ক সংবাদমাধ্যম মিডলইস্ট মনিটর এ খবর জানিয়েছে।

রজব তাইয়্যেব এরদোয়ান

খবরে বলা হয়েছে, মেসিডোনিয়ার রাজধানীতে বসবাসরত তুরস্কের নাগরিকরা তুর্কি গোয়েন্দাদের সঙ্গে যোগাযোগ করেন। তারা জানান, বলকান দেশগুলোতে এরদোয়ানের সফরের সময় তাকে হত্যার ষড়যন্ত্র করার অনিশ্চিত খবর শোনা যাচ্ছে।
পশ্চিমা দেশগুলোর গোয়েন্দা সংস্থাও তুর্কি গোয়েন্দাদের সঙ্গে বলকান দেশ সফরে এরদোয়ানকে হত্যার পরিকল্পনার বিষয়ে সতর্ক করেছে।

এই হত্যা পরিকল্পনার তারিখ, স্থান ও পদ্ধতি সম্পর্কে বিস্তারিত জানা যায়নি। তুর্কি গোয়েন্দারা বিষয়টির গভীর তদন্ত শুরু করেছে।

শনিবার তুরস্কের উপ-প্রধানমন্ত্রী বেকির বজদাগ জানান, রবিবার প্রেসিডেন্ট এরদোয়ানের বসনিয়া সফরে হত্যার হুমকি রয়েছে। তিনি বলেন, এ ধরনের হত্যার হুমকি নতুন কিছু না। রজব তাইয়্যেব এরদোয়ান সেই মানুষ নন, যিনি হত্যার হুমকিতে নিজের লক্ষ্য থেকে সরে যাবেন।