হোমসে ক্ষেপণাস্ত্র প্রতিহত করার দাবি সিরিয়ার

সিরিয়ার হোমসের একটি সামরিক বিমানবন্দরে ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়েছে এবং দেশটির আকাশ প্রতিরক্ষা বাহিনী তা প্রতিহত করেছে। বৃহস্পতিবার এই ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয় বলে জানিয়েছে সিরিয়ার সরকারি সংবাদমাধ্যম তবে। তবে কারা হামলাটি চালিয়েছে তা জানা যায়নি।

১০ মে সিরিয়ার দারাতে ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়

সিরিয়ার রাষ্ট্রীয় বার্তা সংস্থা সানা জানায়, মধ্যবর্তী অঞ্চলে আমাদের একটি সামরিক বিমানবন্দরে ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়। কিন্তু আমাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা হামলাটি মোকাবিলা করে এবং ক্ষেপণাস্ত্রটির লক্ষ্য অর্জন করতে দেয়নি।

এর আগে সানা জানায়, হোমস শহর থেকে ২০ কিলোমিটার দক্ষিণ-পূর্বে ও লেবাননের সীমান্ত থেকে ১০ কিলোমিটার দূরে অবস্থিত দাবা বিমানবন্দরে বিস্ফোরণের শব্দ শোনা গেছে।

এই ক্ষেপণাস্ত্র হামলাটি কারা চালিয়েছে তা উল্লেখ করেনি সানা। তবে চলমান গৃহযুদ্ধে সেনাবাহিনী ও হিজবুল্লাহ’র অবস্থানে বেশ কয়েকবার হামলা চালিয়েছে ইসরায়েল। বৃহস্পতিবারের হামলার বিষয়ে ইসরায়েলি সেনাবাহিনীর এক মুখপাত্র মন্তব্য করতে অস্বীকৃতি জানিয়েছেন।

যুক্তরাজ্যভিত্তিক সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস জানায়, দাবা সামরিক বিমানবন্দরে হিজবুল্লাহ ও সরকার সমর্থক মিলিশিয়ারা অবস্থান করছে। সম্ভাব্য ক্ষয়ক্ষতির বিষয়ে সংস্থাটি কিছু জানাতে পারেনি। সূত্র: মিডল ইস্ট আই।