হাসপাতাল থেকে ছাড়া পেতে দেরি হবে মাহমুদ আব্বাসের

ফিলিস্তিনের প্রধানমন্ত্রী মাহমুদ আব্বাসকে আরও কিছুদিন হাসপাতালে থাকতে হবে। রবিবার বিকালে তার হাসপাতাল থেকে ছাড়া পাওয়ার কথা ছিল। মধ্যপ্রাচ্যভিত্তিক সংবাদমাধ্যম আল আরাবিয়া জানিয়েছে, দীর্ঘদিন হাসপাতালে থাকায় তাকে নিয়ে গুজব ছড়িয়ে পড়ে। যেহেতু তার পরে ফিলিস্তিনের প্রেসিডেন্ট হওয়ার মতো কোনও উত্তরসূরিকে দেখা যায় না, সেহেতু আব্বাস না থাকলে কি হবে তা নিয়ে শুরু হয়েছে জল্পনা-কল্পনা। ইসারায়েলের দখলকৃত রামাল্লা শহরের কাছে অবস্থিত একটি হাসপাতালে চিকিৎসা চলছে মাহমুদ আব্বাসের।7a42299c-8644-4a1b-af95-fa6507f1ad4e

মাহমুদ আব্বাসকে ২০ মে হাসপাতালে ভর্তি করা হয়েছিল। কানের অস্ত্রোপচার থেকে দেখা দেওয়া জটিলতা ও তীব্র জ্বর ছিল তার। ইরানভিত্তিক সংবাদমাধ্যম প্রেসটিভি লিখেছে, তার হার্ট অ্যাটাক হয়েছে এমন কথাও বলাবলি করা হয়েছে। সংশ্লিষ্টরা মন্তব্য করেছে, মাহমুদ আব্বাস ঘন ঘন ধূমপান করেন বলে তার বুকে নিয়মিত ব্যাথা হয়। গত ফেব্রুয়ারিতে তিনি নিয়মিত শারীরিক পরীক্ষা করাতে যুক্তরাষ্ট্রে গিয়েছিলেন। 

সোমবার হাসপাতালের ওয়ার্ডে হাঁটাহাঁটি করা ও সংবাদপত্র পড়া অবস্থায় তোলা প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের ছবি প্রকাশ করা হয় যাতে মাহমুদ আব্বাসের শারীরিক অবস্থা নিয়ে জনমনে সংশয় তৈরি প্রতিরোধ করা যায়। কথা ছড়াচ্ছিল, যা বলা হচ্ছে তার চেয়েও বেশি খারাপ আব্বাসের শারীরিক অবস্থা।এসব সংশয় দূর করতে ফিলিস্তিনের সংবাদসংস্থা ওয়াফা প্রচার করেছিল, মাহমুদ আব্বাস প্রেসিডেন্ট হিসেবে তার স্বাভাবিক দায়িত্ব পালন শুরু করেছেন। এমন কি চীনের মধ্যপ্রাচ্যবিষয়ক বিশেষ দূত গং জিয়াওশেং তার সঙ্গে হাসপাতালে দেখাও করেছেন।

৪ বছর মেয়াদে নির্বাচিত হলেও মাহমুদ আব্বাস ফিলিস্তিনের প্রেসিডেন্ট পদে রয়েছেন এখন পর্যন্ত। ২০০৪ সালে ইয়াসির আরাফতের মৃত্যুর পর থেকে তিনি দায়ত্ব পালন করছেন। বিশ্লেষকরা মনে করেন, গাজার নিয়ন্ত্রণে থাকা হামাসের সঙ্গে মতবিরোধের জেরে তিনি জাতীয় নির্বাচন দিচ্ছেন না।