জামাতাকে অর্থমন্ত্রী নিয়োগ দিলেন এরদোয়ান

তুরস্কের প্রথম নির্বাহী প্রেসিডেন্ট হিসেবে শপথ নেওয়ার পরপরই রজব তাইয়্যেব এরদোয়ান দেশটির অর্থমন্ত্রী হিসেবে নিয়োগ দিয়েছেন জামাতা বেরাত আলবায়রাককে। ২০১৫ সাল থেকে তুরস্কের জ্বালানি মন্ত্রীর দায়িত্ব পালন করছেন বেরাত। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এ খবর জানিয়েছে।

_102453470_hi048043079জামাতাকে অর্থমন্ত্রী নিয়োগ দেওয়ার খবর প্রকাশের পর তুরস্কের মুদ্রা লিরার দাম কমেছে ২ শতাংশ। এই নিয়োগের মধ্য দিয়ে এরদোয়ান এটাও জানিয়ে দিয়েছেন, সাবেক ব্যাংকার ও তুরস্কের বিদায়ী সরকারের উপ-প্রধানমন্ত্রীর দায়িত্ব পালনকারী মেহমেত সিমসেক নতুন মন্ত্রিসভায় স্থান পাচ্ছেন না।

সোমবার আরও যেসব গুরুত্বপূর্ণ ঘোষণা দিয়েছেন এরদোয়ান সেগুলোর মধ্যে রয়েছে, সামরিক প্রধান জেনারেল হুলুসি আকারকে নতুন প্রতিরক্ষামন্ত্রী হিসেবে নিয়োগ। তবে পররাষ্ট্রমন্ত্রী হিসেবে দায়িত্বে রয়ে গেছেন মেভলুত চাভুসোগলু।

গত মাসে ৫৩ শতাংশ ভোটে নির্বাচনে জয়লাভের পর সোমবার নতুন মেয়াদে শপথ নেন তুরস্কের প্রেসিডেন্ট। আঙ্কারার পার্লামেন্ট ভবনে এই শপথ গ্রহণের মধ্য দিয়ে তুরস্ক নতুন সংসদীয় ব্যবস্থায় প্রবেশ করলো। গত বছর সংবিধান সংশোধনের মাধ্যমে এই নতুন ব্যবস্থার প্রবর্তন করা হয়।

নতুন ব্যবস্থায় ৬৪ বছর বয়সী এরদোয়ান দেশের নির্বাহী বিভাগের প্রধানের দায়িত্ব পালন করবেন। এখন থেকে তিনি মন্ত্রী এবং ভাইস প্রেসিডেন্ট নিয়োগ ও বহিষ্কার করার ক্ষমতা পাবেন। প্রধানমন্ত্রীর পদ বাদ দিয়ে নতুন ব্যবস্থায় ভাইস প্রেসিডেন্ট রাখা হয়েছে। এছাড়া সংসদের অনুমতি ছাড়াই তিনি মন্ত্রিসভার সদস্য, শীর্ষ প্রশাসনিক কর্মকর্তা ও জ্যেষ্ঠ বিচারপতি নিয়োগ দিতে পারবেন। তুরস্কের প্রেসিডেন্ট এখন সংসদ ভেঙে দেওয়া, নির্বাহী আদেশ ও জরুরি অবস্থাও জারি করার ক্ষমতার অধিকারী।