চলচ্চিত্র খাত ৯০ হাজার কর্মসংস্থান তৈরি করবে: সৌদি কর্মকর্তা

সৌদি আরবের এক কর্মকর্তা জানিয়েছেন, চলচ্চিত্র খাতে ২০২০ সালের মধ্যে ৯০ হাজার মানুষের কর্মসংস্থান তৈরির পরিকল্পনা নেওয়া হচ্ছে। এ পরিকল্পনার আওতায় দেশটির নারী ও পুরুষরা স্থায়ী ও পার্টটাইম কর্মসংস্থানের সুযোগ পাবেন। মধ্যপ্রাচ্যবিষয়ক সংবাদমাধ্যম মিডলইস্ট মনিটর এ খবর জানিয়েছে।

saudi-cinemas

জেদ্দা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির কমার্শিয়াল সেন্টার কমিটির চেয়ারম্যান মোহাম্মদ আলআউই বুধবার জানান, তাদের প্রত্যাশা আগামী দুই বছরে দেশটিতে চলচ্চিত্র প্রেক্ষাগৃহের সংখ্যা দুই হাজার ছাড়িয়ে যাবে।

নতুন কর্মসংস্থানের বিষয়টি ব্যাখ্যা করে আলআউই জানান, এই চাকরি সহজ হবে, বিশেষ কোনও যোগ্যতার প্রয়োজন হবে না। বেশিরভাগ চাকরি হবে তরুণ-তরুণীদের জন্য।

কয়েক দশক ধরে নিষেধাজ্ঞা থাকার পর ২০১৮ সালের ১৮ এপ্রিল দেশটিতে প্রথম সিনেমা হল চালু হয়।

সৌদি আরবের প্রভাবশালী যুবরাজ মুহাম্মদ বিন সালমানের নেতৃত্বে ও পরিকল্পনায় দেশটিতে সামাজিক, সাংস্কৃতিক, রাজনৈতিক ও অর্থনৈতিক সংস্কার শুরু হয়েছে। ২০১৭ সালের অক্টোবরে যুবরাজ আধুনিক ইসলামে দেশটিকে ফিরিয়ে নেওয়ার অঙ্গীকার করেছেন।