‘ইরানের কাছে ৯৫০ টন ইউরেনিয়াম রয়েছে’

ইরানের আণবিক শক্তি সংস্থার প্রধান আলি আকবর সালেহি জানিয়েছেন, তাদের কাছে প্রায় ৯৫০ টন ইউরেনিয়াম মজুত রয়েছে। বুধবার তিনি এ কথা জানান বলে জানিয়েছে মধ্যপ্রাচ্যবিষয়ক সংবাদমাধ্যম মিডলইস্ট মনিটর।

Ali-Akbar-Salehi

 ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনে দেওয়া ভাষণে আলি আকবর বলেন, এই মুহূর্তে আমাদের কাছে ৯০০ থেকে ৯৫০ টন ইউরেনিয়াম মজুত রয়েছে।

ভাষণে ইরানি কর্মকর্তা ইঙ্গিত দেন, দেশটির পারমাণবিক কর্মসূচি নিয়ে দীর্ঘমেয়াদি পরিকল্পনার জন্য মজুতকৃত ইউরেনিয়াম যথেষ্ট। ইরানের সর্বোচ্চ নেতা আলি খামেনির নির্দেশে উন্নত ও আধুনিক সেন্ট্রিফিউজ উৎপাদনের জন্য যন্ত্রাংশ নির্মাণে অবকাঠামো গড়ে তোলার কাজ প্রায় শেষ পর্যায়ে।

আলি আকবার জানান, ইশফাহানে ইউরেনিয়াম রূপান্তরের একটি কেন্দ্র গড়ে তোলা হয়েছে। এসব কর্মসূচি বাস্তবায়ন করা হচ্ছে ছয় পরাশক্তির সঙ্গে স্বাক্ষরিত পরমাণু চুক্তির বিধি মেনেই।

ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্রসহ ছয় পরাশক্তির এই পরমাণু চুক্তির আওতায় ইউরেনিয়াম সমৃদ্ধকরণ ৩.৬৭ শতাংশের মধ্যে সীমাবদ্ধ রাখার কথা বলা হয়েছে। চুক্তি স্বাক্ষরের আগে ইরান ২০ শতাংশ মজুত করত।

সম্প্রতি যুক্তরাষ্ট্র সংস্কারের দাবি তুলে চুক্তি থেকে নিজেকে প্রত্যাহার করে নিয়েছে। এই ঘটনায় ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে উত্তেজনা বিরাজ করছে।