সৌদি আরবে হজে ৫২ জন বাংলাদেশির মৃত্যু

হজের উদ্দেশ্যে বাংলাদেশ থেকে সৌদি আরব যাওয়া হজযাত্রীদের মধ্যে ৫২ জনের মৃত্যু হয়েছে। সোমবার ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের হজ ব্যবস্থাপনার ওয়েবসাইটে বাংলাদেশিদের মৃত্যুর এই সংখ্যা জানানো হয়।

101513pilgrimage_1280x720

এ বছর বাংলাদেশ থেকে ১ লাখ ২৭ হাজার ১৯৮ জন হজ পালন করার জন্য সৌদি আরব গিয়েছেন। এদের মধ্যে সরকারিভাবে ৭ হাজার ১৯৮ জন এবং বেসরকারি ব্যবস্থাপনায় সৌদি আরব গমন করেছেন ১ লাখ ২০ হাজার হজযাত্রী।

হজ বুলেটিন অনুসারে, বিভিন্ন কারণে মৃত্যু হওয়া ৫২ জনের মধ্যে ৪৩ জন পুরুষ ও ৯ জন নারী। এদের মধ্যে মক্কায় মারা গেছেন ৪৩ জন, মদিনায় ৬ জন, জেদ্দাতে ২ জন এবং মিনায় একজন।

বুধবার ঈদুল আজহার নামাজ শেষে হাজিরা  জামারাতে পাথর নিক্ষেপ ও পশু কোরবানির পর পুরুষরা মাথা মুণ্ডন করে ইহরাম ত্যাগ করবেন। এরপর পবিত্র কাবা শরিফে বিদায়ী তাওয়াফ করে হজের পূর্ণ আনুষ্ঠানিকতা শেষ করবেন হাজিরা।