২০১৯ সালে উপসাগরীয় দেশগুলোর প্রতিরক্ষা বাজেট হবে হাজার কোটি ডলার

প্রথমবারের মতো আরব উপসাগরীয় দেশগুলোর সামরিক ব্যয় আগামী বছর এক হাজার কোটি ডলার ছুয়ে ফেলবে। শীর্ষস্থানীয় এক নিরাপত্তা বিশ্লেষক এই তথ্য জানিয়েছেন। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এখবর জানিয়েছে।

8c39ddeecf9c41a8bb8531ffac72d7a2_18

বৃহস্পতিবার সামরিক সাময়িকি জ্যান এ প্রকাশিত আইএইচএস মার্কিটের এক প্রতিবেদনে বলা হয়েছে, গাল্ফ কোঅপারেশ কাউন্সিলের (জিসিসি) দেশগুলো ২০১৮ সালের সামরিক ব্যয় ছয় শতাংশ বেড়েছে।

প্রতিবেদনটিতে উল্লেখ করা হয়েছে, এই বছর এই ছয় শতাংশ প্রবৃদ্ধি শ্লথ হয়ে পড়বে। কিন্তু এক বছরে তিন থেকে চার শতাংশ প্রবৃদ্ধি আগামী দশকজুড়েই স্থিতিশীল থাকবে। এর অর্থ হচ্ছে আগামী বছর এই দেশগুলোর প্রতিরক্ষা বাজেট এক হাজার কোটি ছুঁয়ে ফেলবে।

জ্যান’র বিশ্লেষক ক্রেইগ ক্যাফ্রে বলেন, যদি তেলের মূল্যবৃদ্ধি উল্লেখযোগ্য হয় তাহলে এই প্রতিরক্ষা ব্যয় আরও বাড়বে। অন্তত আরও বেশি সামরিক ক্রয় দেখা যাবে।

জিসিসিভুক্ত দেশগুলোর মধ্যে রয়েছে, বাহরাইন, কুয়েত, ওমান, কাতার, সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাত। এসব দেশের সামরিক ব্যয় বেড়ে যাওয়ার অন্যতম কারণ হচ্ছে ইরাক, সিরিয়া, লিবিয়া ও ইয়েমেনের যুদ্ধে দেশগুলোর সেনাবাহিনীর সম্পৃক্ততা।