৩ লাখ ফিলিস্তিনি শরণার্থীর সৌদি ভ্রমণে নিষেধাজ্ঞা

সৌদি আরব ভ্রমণে লেবাননে বসবাসরত তিন লাখ ফিলিস্তিনি শরণার্থীর ওপর নিষেধাজ্ঞা জারি করেছে সৌদি আরব। কাতারভিত্তিক আরবি সংবাদমাধ্যম আলআরব’র বরাত দিয়ে এখবর জানিয়েছে মধ্যপ্রাচ্যবিষয়ক সংবাদমাধ্যম মিডল ইস্ট মনিটর।

20170814_2_25236423_24934834-1

ফিলিস্তিন ইনস্টিটিউশন ফর হিউম্যান রাইটসের (শাহেদ) বরাত কাতারি সংবাদমাধ্যম জানায়, সৌদি আরব লেবাননে বসবাসরত ফিলিস্তিনি শরণার্থীদের যাদের ফিলিস্তিনের পাসপোর্ট নেই তাদের ভিসা দেওয়া বন্ধ করে দিয়েছে।

শাহেদ জানায়, লেবাননে অবস্থিত সৌদি দূতাবাস ট্রাভেল এজেন্টদের এই বিষয়ে অবহিত করেছে। দূতাবাস জানিয়েছে, যাদের ফিলিস্তিনি পাসপোর্ট নেই তাদের আবেদন গ্রহণ করা হবে না।

মানবাধিকার গোষ্ঠীটি জানায়, সৌদি আরবের এই আকস্মিক সিদ্ধান্তে তারা উদ্বিগ্ন।

কাতারি সংবাদমাধ্যমটি এই বিষয়ে লেবাননে সৌদি দূতাবাসের সঙ্গে যোগাযোগের চেষ্টা করে ব্যর্থ হয়। তবে এই বিষয়ে বৈরুতে ফিলিস্তিনি দূতাবাস সৌদি আরবের কাছ থেকে কোনও নির্দেশনা পায়নি।

উল্লেখ্য, এ বছর হজের সময় জর্ডানে বসবাসরত ফিলিস্তিনি, যাদের জর্ডানি পাসপোর্ট রয়েছে তাদের ভিসা দেয়নি সৌদি কর্তৃপক্ষ। এছাড়া গাজা উপত্যকার ফিলিস্তিনিদের ২০১৩ সাল থেকে ওমরাহ পালন করতে দেওয়া হচ্ছে না।