জেরুজালেমে জাতিসংঘের ফিলিস্তিনি শরণার্থী সংস্থার কার্যক্রম বন্ধ করছে ইসরায়েল

ইসরায়েলের দখলকৃত জেরুজালেমে জাতিসংঘের ফিলিস্তিনি শরণার্থী সংস্থার কার্যক্রম বন্ধ করে দেওয়া হবে। বৃহস্পতিবার এই পরিকল্পনার কথা জানিয়েছেন জেরুজালেমের মেয়র নির বারকাত। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এখবর জানিয়েছে।

15c1d2a4ff3540e3a0248ac55f86e039_18

জেরুজালেমের মেয়রের অভিযোগ, শহরটিতে এই সংস্থা অবৈধভাবে কার্যক্রম পরিচালনা করছে এবং ইসরায়েলের বিরুদ্ধে ফিলিস্তিনিদের প্ররোচনা দিচ্ছে। তিনি বলেন, পূর্ব জেরুজালেমে জাতিসংঘের ফিলিস্তিনি শরণার্থী সংস্থা যেসব স্কুল, ক্লিনিক ও খেলাধূলার কেন্দ্র পরিচালনা করছে সেগুলো ইসরায়েলি কর্তৃপক্ষের নিয়ন্ত্রণে নিয়ে যাওয়া হবে।

পৌর কর্তৃপক্ষ এজন্য কোনও সময়সীমার কথা নির্দিষ্ট করে জানায়নি। তবে জানিয়েছে, এবারের স্কুলবর্ষ শেষেই ১ হাজার ৮০০ শিক্ষার্থীর স্কুল বন্ধ করে দেওয়া হবে।

নির বারকাত এই মাসের শেষের দিকেই পৌর নির্বাচন শেষে দায়িত্ব ছাড়বেন। তিনি জানান, এই বছরের শুরুতে শরণার্থী সংস্থাটির ৩০০ মিলিয়ন ডলার বরাদ্দ যুক্তরাষ্ট্র বাতিল করায় পৌর কর্তৃপক্ষ এই সিদ্ধান্ত নিতে যাচ্ছে। বলেন, যুক্তরাষ্ট্রের বরাদ্দ বাতিল আমাদের সামনে বিরল সুযোগ এনে দিয়েছে সংস্থাটির দেওয়া সেবা আমাদের অধীনে নিয়ে আসার। ফিলিস্তিনি শরণার্থী সমস্যা নিয়ে যে মিথ্যা প্রচলিত আছে সেটার ইতি টানতে যাচ্ছি।

জেরুজালেমের এই মেয়রের অভিযোগ, ইসরায়েলের অনুমতি না নিয়েই এসব স্কুল ও ক্লিনিক পরিচালনা করা হচ্ছে।