গুলিতে নিহত ফিলিস্তিনি ছুরি হাতে হামলা চালিয়েছিল: ইসরায়েল

ইসরায়েলি সেনাবাহিনী দাবি করেছে, একজন ফিলিস্তিনি ছুরি হাতে সেনা সদস্যেদের ওপর হামলা চালিয়েছিল। আর তাই তাকে গুলি করা হয়। গুলিবিদ্ধ ফিলিস্তিনি মৃত্যুবরণ করেছেন। সেনাদস্যরা ছুরির আঘাতে সামান্য আহত হয়েছে। বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, সোমবার (২২ অক্টোবর) পশ্চিম তীরের হেবরনে এ ঘটনা ঘটে। ঘটনাস্থলটি ধর্মীয় পীঠস্থান প্যাট্রিয়ার্ক কেভের কাছে, যা  মুসলমানদের কাছে ইব্রাহিমি মসজিদ নামে পরিচিত।s3.reutersmedia

১৯৬৭ সালের যুদ্ধে ইসরায়েলের দখলে চলে যাওয়া পশ্চিম তীরকে ফিলিস্তিনিরা স্বাধীন ফিলিস্তিনি রাষ্ট্রের অংশ হিসেবে গণ্য করে, যে রাষ্ট্রে রাজধানী হবে জেরুজালেম। কন্তু দখলকৃত পশ্চিম তীরে ইসরায়েল অবৈধ বসতি স্থাপন করে চলছে। এমন কি দখলকৃত পশ্চিম তীরে বসতি সম্প্রসারণের জন্য গ্রাম উচ্ছেদেরও চেষ্টা করছে। সম্প্রতি খান আল আহমারের বেদুইন বাসিন্দাদের উৎখাতে তারা তৎপর হয়েছে।

২০১৫ সালে ইসরায়েলের সঙ্গে ফিলিস্তিনের শান্তি আলোচনা ভেস্তে যায়। তারপর থেকে দখলকৃত পশ্চিম তীরে ইসরায়েলিদের ওপর ফিলিস্তিনিদের ছুরি হাতে হামলার ঘটনা বাড়তে থাকে। গত ৩ সেপ্টেম্বরও হেবরনে একই রকম একটি ঘটনা ঘটেছিল। ইসরায়েলি সেনাবাহিনী সেসময়ও ছুরি হাতে হামলা চালানোর অভিযোগে এক ফিলিস্তিনি কিশোরকে গুলি করে মেরে ফেলেছিল। তার আগে গত আগস্ট মাসে এমন আরও একটি ঘটনা ঘটে যেখানে ইসরায়েলি সেনাবাহিনীর গুলিতে ফিলিস্তিনির মৃত্যু হয়। সেক্ষেত্রেও ছুরি হাতে হামলা চালানোর কথা জানানো হয়েছিল।