গাজায় বিক্ষোভে ইসরায়েলি গুলিতে ফিলিস্তিনি নারী নিহত

অবরুদ্ধ গাজায় বিক্ষোভের সময় ইসরায়েলি সেনাবাহিনীর গুলিতে এক ফিলিস্তিনি নারী নিহত হয়েছেন। শুক্রবার গাজা-ইসরায়েল সীমান্ত বেস্টনীতে কয়েক হাজার ফিলিস্তিনির বিক্ষোভের সময় এই গুলি চালানো হয়। মার্কিন বার্তা সংস্থা অ্যাসোসিয়েটেড প্রেস (এপি) এখবর জানিয়েছে।

ফাইল ছবি

গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের মুখপাত্র আশরাফ আল-কিদরা জানান, শুক্রবার বিক্ষোভের সময় ওই নারীর মাথায় গুলি লাগে। নিহতের পরিচয় সম্পর্কে এখনও নিশ্চিত হওয়া যায়নি।

ইসরায়েলি গুলিতে অন্তত ২৫ জন ফিলিস্তিনি আহত হয়েছেন বলে জানান আশরাফ।

২০১৮ সালের মার্চ মাস থেকে প্রতি শুক্রবার ইসরায়েলি দখলদারিত্বের বিরুদ্ধে ও নিজেদের ভূখণ্ডে ফিরে যাওয়ার দাবিতে গ্রেট মার্চ অব রিটার্ন নামে বিক্ষোভ কর্মসূচি পালন করে আসছে। ২০০৭ সাল থেকে গাজাকে অবরুদ্ধ করেছে রেখেছে ইসরায়েল। চলমান বিক্ষোভে অন্তত ১৮৫ জন ফিলিস্তিনি ও এক ইসরায়েলি সেনা নিহত হয়েছে। আহত হয়েছেন কয়েক হাজার ফিলিস্তিনি।