সিরিয়ায় দূতাবাস পুনরায় চালু করবে না কাতার

কাতারের পররাষ্ট্রমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আব্দুলরহমান আল থানি জানিয়েছেন, সিরিয়ায় তাদের দূতাবাস পুনরায় চালু করার কোনও প্রয়োজন তিনি দেখছেন না। একই সঙ্গে সিরিয়ার সরকারের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করার মতো কোনও আশাব্যঞ্জক পরিস্থিতি চোখে পড়ছে না। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এখবর জানিয়েছে।

dd33d3f9f7784c5b8465d1b725e992db_18

শেখ মোহাম্মদ জানান, কাতার এখনও আরব লিগে সিরিয়ার সদস্যপদ ফিরিয়ে দেওয়ার বিরোধী।

২০১১ সালে বিক্ষোভ দমনে সহিংস পদক্ষেপের কারণে সিরিয়ার সদস্যপদ বাতিল করে আরব লিগ। এই সহিংসতা আট বছরের গৃহযুদ্ধে পরিণত হয়েছিল।

সিরীয় প্রেসিডেন্ট বাশার আল-আসাদবিরোধী বিদ্রোহীদের সমর্থন দেওয়া কয়েকটি আরব দেশ সম্প্রতি দেশটির সরকারের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করতে চাইছে। যুদ্ধে সিরীয় সরকার ও তাদের মিত্রদের জয়ের পর এই পথে হাঁটছে তারা।

কাতারি পররাষ্ট্রমন্ত্রী বলেন, প্রথম দিন থেকেই আরব লিগে সিরিয়ার সদস্যপদ বাতিলের পক্ষে ছিল কাতার এবং এর যথেষ্ট কারণ রয়েছে। সেই কারণগুলো এখনও বিদ্যমান। তাই আশাব্যঞ্জক কোনও কিছু নেই।