ইসরায়েলি ক্ষেপণাস্ত্র হামলা প্রতিহত করা হয়েছে: সিরিয়া

ইসরায়েলি একটি বিমান হামলা প্রতিহত ও বেশ কয়েকটি ক্ষেপণাস্ত্র ভূপাতিত করার দাবি জানিয়েছে সিরীয় সেনাবাহিনীর আকাশ প্রতিরক্ষা বাহিনী। রবিবার সিরিয়ার রাষ্ট্রীয় বার্তা সংস্থা এখবর জানিয়েছে।

syria

সিরীয় বার্তা সংস্থা সানা একটি সামরিক সূত্রকে উদ্ধৃত করে জানায়, আমাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ইসরায়েলের একটি আগ্রাসন রুখে দিয়েছে। হামলার কোনও লক্ষ্য অজর্ন করতে দেয়নি। খবরে এর বেশি কিছু জানানো হয়নি।

সিরিয়ায় হামলার বিষয়ে ইসরায়েলি সেনাবাহিনীর এক মুখপাত্র মন্তব্য করতে অস্বীকৃতি জানিয়েছেন বলে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সের খবরে বলা হয়েছে।

রবিবার সকালে সিরিয়ার রাজধানী দামেস্কর দক্ষিণ অংশে একটি মহাসড়কের পাশে বড় ধরনের বিস্ফোরণের শব্দ শোনা গিয়েছিল। শহরটি জনপ্রতিরক্ষা প্রধান আসেফ হাবাবে রয়টার্সকে জানান, সামরিক টেকনিশিয়ানরা একটি বোমার বিস্ফোরণ ঘটিয়েছে।

যুক্তরাজ্যভিত্তিক সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস জানায়, একটি নিরাপত্তা ফাঁড়ির পাশে বিস্ফোরণটি হয়েছে।

এর আগে গত সপ্তাহে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু সিরিয়ায় একটি বিমান হামলার কথা স্বীকার করেছিলেন। তিনি মন্ত্রিসভাকে জানান, গত বছর সিরিয়ায় কয়েক শ হামলা চালিয়েছে ইসরায়েল।