ক্ষুব্ধ ইসরায়েলি অভিনেত্রীর প্রশ্নের জবাব দিলেন নেতানিয়াহু

সরকারের নীতিগত অবস্থান নিয়ে ক্ষুব্ধ ইসরায়েলি টেলিভিশন উপস্থাপিকা ও অভিনেত্রী রোটেম সেলার প্রশ্নের জবাব দিয়েছেন প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। সংস্কৃতি মন্ত্রী মিরি রেগেভের দেওয়া এক টেলিভিশন সাক্ষাৎকারের প্রতিক্রিয়ায় সেলা ইন্সটাগ্রামে প্রশ্ন তুলেছিলেন, এই সরকার কবে আরবদের নাগরিকত্ব ও সমানাধিকারের ন্যায্যতা স্বীকার করবে? জবাবে নেতানিয়াহু বলেছেন, তার দেশে সব জাতিগোষ্ঠীর মানুষের জন্য সমানাধিকার থাকলেও রাষ্ট্রটি সবার নয়।2019-03-10T114841Z_772454345_RC1C7C173B10_RTRMADP_3_ISRAEL-POLITICS
নেতানিয়াহু সরকারের সংস্কৃতিমন্ত্রী মিরি রেগেভ সম্প্রতি ইসরায়েলি সম্প্রচারমাধ্যম চ্যানেল টুয়েলভকে একটি সাক্ষাৎকার দিতে গিয়ে সাবেক শীর্ষ প্রতিরক্ষা কর্মকর্তা বেনি গান্টজের নেতৃত্বাধীন বিরোধীদের জোট সম্পর্কে দেশের জনসাধারণকে সতর্ক করেছেন। চ্যানেল টুয়েলভকে দেওয়া সাক্ষাৎকারে তিনি ভয় দেখিয়েছেন, বিরোধীরা জয় পেলে আরবরা সরকারে স্থান পেয়ে যাবে। সেলা গত শনিবার রাতে দেওয়া ইন্সটাগ্রাম পোস্টে সংস্কৃতি মন্ত্রী রেগেভের সাক্ষাৎকারের প্রসঙ্গ টেনে লিকুড পার্টির নেতৃত্বাধীন সরকারের তীব্র সমালোচনা করেন। তিনি লেখেন, ‘হে ঈশ্বর, আরবরাও তো এই দেশের নাগরিক। কবে এই সরকারের কেউ একজন স্বীকার করবে, এই দেশ সব নাগরিকের এবং সবাই সমান অধিকার নিয়েই জন্মায়? আরবরাও মানুষ; ঠিক যেমন দ্রুজ, সমকামী পুরুষ, সমকামী নারী এবং বামপন্থীরা মানুষ।’
রোটেমের পোস্টের প্রতিক্রিয়ায় নিজের ইন্টট্রাগ্রাম একাউন্ট থেকে নেতানিয়াহু লিখেছেন, প্রিয় রোটেম, ইসরায়েল এর সব নাগরিকের রাষ্ট্র নয়। পাস হওয়া জাতীয়তাবাদের মৌলিক আইন অনুযায়ী, ইসরায়েল ইহুদিদের জাতিরাষ্ট্র এবং শুধুই ইহুদিদের। ‘জায়নবাদ’ নামের মতবাদের মধ্য দিয়েই ১৯৪৮ সালে প্রতিষ্ঠিত হয়েছিল ইসরায়েল রাষ্ট্র। জায়নবাদ ইহুদি ধর্মের দর্শন নয়, এটি একটি রাজনৈতিক মতবাদ; অলীক রূপকথায় যে মতবাদের শরীর গড়ে উঠেছে। জায়নবাদের ভাষ্য, জেরুজালেমসহ ফিলিস্তিনি ভূখণ্ড নিয়ে গঠিত পবিত্র নগরীতে স্রষ্টা তাদের অধিকার ফিরিয়ে নিতে বলেছিল!
ইতিহাসে নজর ফেরালে দেখা যায়, ১৮ শতক থেকে জায়নবাদ নামের আন্দোলনের মধ্য দিয়ে ইউরোপসহ বিভিন্ন স্থানে ছড়িয়ে থাকা ইহুদিরা তাদের বর্ণবাদী ধারণা ধারণা বিস্তার ঘটিয়ে দখল হওয়া ফিলিস্তিনি ভূমিতে ইসরায়েল রাষ্ট্রের জন্ম দেন। গত বছরের জুলাই মাসে জায়নবাদী মতাদর্শকে আইনগত ভিত্তি দিতে নেসেটে পাস হওয়া ‘জাতিরাষ্ট্র বিষয়ক আইন’ অনুযায়ী দখলীকৃত ফিলিস্তিনি ভূমিতে প্রতিষ্ঠিত ইসরায়েল রাষ্ট্রকে ঐতিহাসিকভাবেই ইহুদিদের জন্মভূমি আখ্যা দেওয়া হয়। বলা হয়, সঙ্গত কারণেই এখানকার মাটিকে নিজেদের দাবি করার অধিকার রয়েছে তাদের। আইনে বলা হয় ইসরায়েল শুধু ইহুদি নাগরিকদের রাষ্ট্র।