ইরাকে ফেরি ডুবিতে অন্তত ৬৫ জনের প্রাণহানি

ইরাকের মসুলের কাছে টাইগ্রিস নদীতে একটি ফেরি ডুবিতে অন্তত ৬৫ জনের প্রাণহানি ঘটেছে। নিখোঁজ রয়েছেন আরও অন্তত ৪০ জন। বৃহস্পতিবার প্রায় ১০০ জন যাত্রী নিয়ে ফেরিটি ডুবে যায়। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এ খবর জানিয়েছে।

_106125886_mosul4

মসুলের বেসামরিক প্রতিরক্ষা এজেন্সির প্রধান জানিয়েছেন, ফেরির ডুবে যাওয়া নারী ও শিশু যাত্রীদের বেশিরভাগই সাঁতার জানেন না। ফেরিটি একটি পর্যটন শহরে যাচ্ছিল। উদ্ধারকর্মীরা ফেরির যাত্রীদের কাছে পৌঁছার চেষ্টা করছে।

ইরাকের নিরাপত্তা সূত্র বিবিসিকে জানিয়েছে, প্রবল স্রোতের মধ্যে ফেরিতে প্রায় ১০০ জন যাত্রী ছিলেন।

মসুল বাঁধ খুলে দেওয়ার কারণে পানির স্তর বেড়ে যাওয়ার বিষয়ে কর্তৃপক্ষ আগেই জনসাধারণকে সতর্ক করেছিল। যাত্রীদের অভিযোগ, ফেরি চালকেরা এই সতর্কতা আমলে নেয়নি।

সামাজিকমাধ্যমে প্রকাশিত ছবিতে দেখা যাচ্ছে, ফেরিটি উল্টে গেছে এবং পানিতে মানুষজন ভাসছেন।