জেদ্দায় ইরানি তেলের ট্যাংকার আটক রেখেছে সৌদি আরব

জেদ্দা বন্দরে ইরানের একটি তেলের ট্যাংকার আটক রেখেছে সৌদি আরব। বৃহস্পতিবার তেহরানের সংশ্লিষ্ট সূত্র এ তথ্য জানিয়েছে। সূত্রমতে, দুই মাস আগে জরুরি মেরামতের কাজের জন্য ইরানি ট্যাংকারটি জেদ্দা বন্দরে নোঙর করেছিল।

Iran-oil-tanker

 রুশ সংবাদমাধ্যম রাশিয়া টুডে জানায়, ট্যাংকারটি নোঙর করার জন্য সৌদি কর্তৃপক্ষ ইরানের কাছে প্রতিদিনের জন্য ২ লাখ ডলার পরিশোধের দাবি জানাচ্ছে।

বুধবার ইরানের তেলমন্ত্রী বিজন নামদার সাংবাদিকদের জানিয়েছিলেন, ইরানের জাতীয় তেল ট্যাংকার কোম্পানি বিষয়টি দেখছে। সমস্যাটি দ্রুতই সমাধান হবে। তিনি বলেন, এতে ইরানের আর্থিক বিষয় জড়িত। তবে আমরা ওই এলাকার সম্ভাব্য পরিবেশগত ঝুঁকি নিয়েই বেশি উদ্বিগ্ন।

ইরানের অনেক কর্মকর্তা সৌদি আরবের এই দাবির সমালোচনা করছেন। তাদের মতে, সৌদি আরবের এই দাবি বেআইনি।