যুদ্ধ বাধলে নিশ্চিহ্নের পথে যাবে ইসরায়েল: হেজবুল্লাহ

লেবাননের শিয়া সশস্ত্র গোষ্ঠী হেজবুল্লাহ আন্দোলনের সাধারণ সম্পাদক সাইয়াদ হাসান নাসরাল্লাহ হুঁশিয়ারি জানিয়ে বলেছেন, হেজবুল্লাহর সঙ্গে যুদ্ধ বাধলে নিশ্চিহ্নের দ্বারপ্রান্তে পৌঁছে যাবে ইসরায়েল। ২০০৬ সালের দ্বিতীয় লেবানন যুদ্ধের ১৩ বছর পূর্তিতে এক টেলিভিশন ভাষণে এসব কথা বলেছেন তিনি। ইরানি প্রেস টিভি এ খবর জানিয়েছে।

1-39

হেজবুল্লাহ নেতা দাবি করেন, পুরো ইসরায়েল তাদের ক্ষেপণাস্ত্রের আওতায় রয়েছে। পশ্চিমা দেশগুলোর নিষেধাজ্ঞার পরও অতীতের যেকোনও সময়ের তুলনায় তাদের সংগঠন এখন শক্তিশালী।

নাসরাল্লাহ বলেন, একসময় আমরা বলতাম হাইফার দক্ষিণে আমরা আঘাত করতে পারি। এখন আমরা ইসরায়েলের যেকোনও অংশে আঘাত করতে পারবো। পুরো ইসরায়েল আমাদের ক্ষেপণাস্ত্রের আওতায় রয়েছে।

হেজবুল্লাহর সামরিক সামর্থ্যের প্রশংসা করে নাসরাল্লাহ জানান, ২০০৬ সালের যেসব ক্ষেপণাস্ত্রের অভাব ছিল, এখন তা নেই। অনেক ইউএভি রয়েছে।

এর আগে মঙ্গলবার ইসরায়েলি সেনাবাহিনীর নর্দান কমান্ড প্রধান মেজর জেনারেল আমির বারাম হুঁশিয়ারি জানিয়ে বলেছিলেন, ইসরায়েল ও হেজবুল্লাহর মধ্যে যুদ্ধ হলে লেবাননকে চড়া মূল্য দিতে হবে।