পশ্চিম তীরে ফিলিস্তিনি বাড়ি গুঁড়িয়ে দিলো ইসরায়েল

দখলকৃত পশ্চিম তীরে বেশ কয়েকটি ফিলিস্তিনি বাড়ি গুঁড়িয়ে দিয়েছে ইসরায়েল। দেশটির দাবি, এসব বাড়ি অবৈধ। শতাধিক পুলিশ ও সেনা সুর বাহের এলাকায় বুলডোজার দিয়ে এসব বাড়ি গুঁড়িয়ে দেয়। ফিলিস্তিনিদের দাবি, পশ্চিম তীরের ভূখণ্ড দখলের চেষ্টা হিসেবেই ইসরায়েল এসব বাড়ি গুঁড়িয়ে দিয়েছে। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এ খবর জানিয়েছে।

_107969393_mediaitem107969392

এই উচ্ছেদ অভিযানের বিরুদ্ধে ফিলিস্তিনিরা ইসরায়েলের উচ্চ আদালতের শরণাপন্ন হয়েছিলেন। তবে আদালত ফিলিস্তিনিদের আবেদন খারিজ করে দেয়। আদালতের রায়ে বলা হয়েছে, বিভেদ রেখার আশেপাশে কোনও বসতি থাকতে পারবে না।

২০০০ সালে দ্বিতীয় ফিলিস্তিনি বিক্ষোভ শুরু হওয়ার পর পশ্চিম তীর ঘিরে এই বিভেদ রেখা গড়ে তুলে ইসরায়েল। দেশটির দাবি, পশ্চিম তীর থেকে ফিলিস্তিনি হামলাকারীদের ঠেকাতে এই বাধা তৈরি করা হয়েছে। তবে ফিলিস্তিনিরা এটাকে দখলকৃত ভূমিতে নিয়ন্ত্রণ আরোপের অনুষঙ্গ হিসেবে মনে করেন।

এবারের উচ্ছেদ অভিযান বিশেষভাবে বিতর্কিত হয়ে পড়েছে কারণ সুর বাহের এলাকার ওয়াদি হুম্মুস গ্রামটি পশ্চিম তীরে ফিলিস্তিনির নিয়ন্ত্রণাধীন এলাকা। তবে এসব বাড়ি বিভেদরেখার ইসরায়েল অংশে গড়ে তোলা হয়েছে।

সংবাদমাধ্যমের খবর অনুসারে, দশ বছর আগে এসব অবকাঠামো গড়ে তোলার অনুমতি দিয়েছিল ফিলিস্তিন।