বিশ্বে আমরাই কেবল ইরানিদের হত্যা করছি: ইসরায়েলি মন্ত্রী

ইসরায়েলের আঞ্চলিক সহযোগিতা মন্ত্রী জাচি হানেগবি বলেছেন, বিশ্বে একমাত্র তারাই ইরানিদের হত্যা করছেন। রবিবার এক রেডিও সাক্ষাৎকারে ইসরায়েলি মন্ত্রী এই দাবি করেছেন।

2010_12_23-Tzachi-HanegbiHUJI_Election_Debate_8366885545

রাষ্ট্রীয় নিরাপত্তা মন্ত্রিসভার সদস্য হানেগবি বলেন, গত দুই বছর ধরে বিশ্বের একমাত্র দেশ হিসেবে ইরানিদের হত্যা করছে ইসরায়েল।

হানেগবি আরও বলেন, সিরিয়ায় শতাধিকবার আমরা ইরানিদের ওপর হামলা চালিয়েছি। কখনও ইরানিরা স্বীকার করে, কখনও বিদেশি সংবাদমাধ্যম তা প্রকাশ করে, কখনও কোনও মন্ত্রী বা সেনাপ্রধান। কিন্তু সব সময় তা সমন্বিত নীতিই ছিল।

হামলার পরও ইসরায়েলি সেনা বা সদর দফতর লক্ষ্য করে পাল্টা হামলা চালায়নি ইরান- এমন প্রশ্নের জবাবে হানেগবি বলেন, ইরানিদের পাল্টা হামলা চালানোর সামর্থ্য সীমিত। কিন্তু সামর্থ্যের অভাবে তারা পাল্টা হামলায় চালায়নি তা ঠিক না, তারা জানে ইসরায়েল কত ভয়ঙ্কর। জাতীয় নিরাপত্তার বিষয়ে আমরা কোনও ছাড় দেই না।

উল্লেখ্য, সিরিয়ায় ইরানি স্থাপনা ও সেনাদের লক্ষ্য করে গত কয়েক বছরে একাধিক হামলা চালিয়েছে ইসরায়েল।