ইরাকে আধাসামরিক বাহিনীর ঘাঁটিতে ইসরায়েলের ড্রোন হামলা

ইরাকের পশ্চিমাঞ্চলে আল কায়েম এলাকায় একটি আধাসামরিক বাহিনীর ঘাঁটিতে ইসরায়েল ড্রোন হামলা চালিয়েছে বলে অভিযোগ উঠেছে। ইরাকের আধাসামরিক বাহিনীগুলো নিয়ে গঠিত সংস্থা পপুলার মোবিলাইজেশন ফোর্স (পিএমএফ) এক বিবৃতিতে এই হামলার অভিযোগ করেছে। 

2016_6_28-Raising-flag-of-Iraq-and-Popular-Mobilization-Forces

পিএমএফ-এর বিবৃতিতে বলা হয়েছে, ইরাকের ১৫ কিলোমিটার অভ্যন্তরে প্রবেশ করে ইসরায়েলের দুটি ড্রোন হামলা চালায়। এতে এক যোদ্ধা নিহত ও অপর একজন আহত হয়েছে।

বিবৃতিতে আরও বলা হয়েছে, মার্কিন জঙ্গি বিমানের সহযোগিতায় এই হামলা চালানো হয়েছে। এছাড়া হামলাস্থলের কাছে বিশালাকারের একটি পর্যবেক্ষণ বেলুনও মোতায়েন করা হয়।

পিএমএফ দাবি করেছে, ইরাকের পশ্চিমাঞ্চলে সন্ত্রাসী গোষ্ঠীগুলোর বিরুদ্ধে চতুর্থ দফায় তারা অভিযান শুরুর পর ইসরায়েলের হামলার মুখে পড়েছে তারা। তবে এই হামলার পরও লড়াই ও ইরাকি সার্বভৌমত্ব রক্ষার লক্ষ্য থেকে সরানো যাবে না।

আরব৪৮ ডট কম জানিয়েছে, এর আগেও পিএমএফ জানিয়েছিল একই এলাকায় তাদের একটি অস্ত্রগারে হামলা চালিয়েছে ইসরায়েলের ড্রোন। ওই হামলায় বেশ কয়েকজন নিহত ও আহত হয়।