নেতানিয়াহুর পেজের চ্যাটবট বাতিল করলো ফেসবুক

বিশ্বের জনপ্রিয় সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর অফিসিয়াল পেজের একটি চ্যাটবট বাতিল করেছে। ওই পেজ থেকে বিদ্বেষমূলক বক্তব্য পাঠানো হচ্ছিল। ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ান এখবর জানিয়েছে।

YaRURNr6bhf1vnzxElIb01JUBvU47Sk6-e1567252105409

বৃহস্পতিবার ফেসবুক জানায়, কোম্পানিটি নেতানিয়াহুর পেজের স্বয়ংক্রিয় চ্যাট ব্যবস্থা বাতিল করেছে। এটি তার দল লিকুড পার্টি পরিচালনা করত।

এক বিবৃতিতে ফেসবুক জানায়, লিকুড পার্টির নির্বাচনি বট কর্মকাণ্ড পর্যালোচনার পর বিদ্বেষমূলক বক্তব্যের নীতি লঙ্ঘনের প্রমাণ পেয়েছি। যদি আরও নীতি লঙ্ঘনের প্রমাণ পাওয়া যায় তাহলে উপযুক্ত পদক্ষেপ নেওয়া হবে।

পেজের চ্যাট উইন্ডোতে নেতানিয়াহুর নাম ও ছবি রয়েছে। তবে বার্তাটি কোনও স্বেচ্ছাসেবী পাঠিয়েছেন।

এক সাক্ষাৎকারে নেতানিয়াহু বার্তাটি লেখার কথা অস্বীকার করেছেন। তিনি জানিয়েছেন, এটা কোনও কর্মীর ভুল হতে পারে।