জেনারেল কাসেম সোলাইমানিকে হত্যার চেষ্টা বানচালের দাবি ইরানের

ইরানের বিপ্লবী গার্ড বাহিনীর বিদেশ শাখা কুদস বাহিনীর প্রধান জেনারেল কাসেম সোলাইমানিকে হত্যার চেষ্টা বানচাল করা হয়েছে বলে দাবি করেছে তেহরান। গত মাসে জেনারেল কাসেমিকে হত্যার চেষ্টা করা হয়। ইরানের আধা-সরকারি বার্তা সংস্থা ফারস এ খবর জানিয়েছে।

WireAP_53d65f61b6a2412688ba75651dfbc183_12x5_992

বৃহস্পতিবার প্রকাশিত খবরে বলা হয়েছে, সেপ্টেম্বরে জেনারেল কাসেম সোলাইমানিকে হত্যার পরিকল্পনা করা হয়েছিল। ওই সময় কেরমান প্রদেশে এক ধর্মীয় অনুষ্ঠানে তিনি যোগ দিয়েছিলেন।

ইরানি সংবাদ সংস্থার খবরে আরও বলা হয়েছে, হামলাকারীরা প্রায় ৫০০ কেজি বিস্ফোরক একটি ভূগর্ভস্থ নালায় রাখতে চেয়েছিল।

খবরে সন্দেহভাজন কতজন ছিলেন তা প্রকাশ করা হয়নি। বলা হয়েছে, হামলার পরিকল্পনাকারীরা ইসরায়েলি ও আরব গোয়েন্দা সংস্থার সঙ্গে সম্পৃক্ত।

ইরানের আঞ্চলিক শক্তি বৃদ্ধির প্রধান কারিগর জেনারেল কাসেমি। তিনি ইরানের বিপ্লবী বাহিনীর সবচেয়ে প্রভাবশালী কমান্ডার। সিরিয়া ও ইরাকে জঙ্গিবাদবিরোধী লড়াইয়ে তার গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে।