শত্রুরা ইরান ও ইরাকের মধ্যে বিভক্তি সৃষ্টির ষড়যন্ত্র করছে: খামেনি

ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামেনি বলেছেন, ইরাক ও ইরানের জনগণ ধর্মীয় বিশ্বাসের মাধ্যমে একে অপরের সঙ্গে সম্পর্কযুক্ত। শত্রুরা এই সম্পর্কে বিভক্তি সৃষ্টির চেষ্টা করছে। কিন্তু তাদের এই ষড়যন্ত্র সফল হবে না। রবিবার খামেনির কার্যালয়ের পক্ষ থেকে এক টুইটে এই মন্তব্য করা হয়েছে।

v391v75c_ayatollah-ali-khamenei-iran-reuters_625x300_14_May_19

হজরত ইমাম হুসাইন (আ)- এর শাহাদাতের চেহলাম বার্ষিকী উপলক্ষে সারা বিশ্ব থেকে কয়েক লাখ মানুষ ইরাকের নাজাফ এবং কারবালায় জমায়েত হওয়ার প্রস্তুতির সময় এই মন্তব্য করলেন খামেনি। সাধারণত চেহলাম বার্ষিকীর অনুষ্ঠানে ২০ লাখের বেশি মানুষ অংশ নিয়ে থাকেন।

ইরানের বার্তা সংস্থা ইরনা জানিয়েছে, ইরাকে চলমান সহিংসতার প্রেক্ষিতে এই মন্তব্য করেছেন খামেনি। ইরানের পক্ষ থেকে চেহলাম বার্ষিকীতে অংশ নিতে ইচ্ছুক মানুষদের ভ্রমণ পিছিয়ে দেওয়ার আহ্বান জানানো হয়েছে।

ইরানের সর্বোচ্চ নেতা বলেন, ইরাক ও ইরানের মানুষের মধ্যকার সম্পর্ক আল্লাহর উপর বিশ্বাস, মহানবী (সাঃ) এবং ইমাম হোসাইন আলাইহিস সালামের ভালোবাসার ভিত্তিতে সম্পর্কযুক্ত। এই সম্পর্ক দিন দিন বাড়বে।  

ইরাকে ছয় দিন ধরে চলা সরকারবিরোধী বিক্ষোভে নিহতের সংখ্যা ১০০ ছাড়িয়েছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের হিসাব অনুযায়ী, চলমান বিক্ষোভে নিহত হয়েছে ১০৯ জন। আহতের সংখ্যা ছয় হাজার ছাড়িয়েছে। 

গত মঙ্গলবার থেকে শুরু হওয়া বিক্ষোভে অংশগ্রহণকারীদের ওপর সরাসরি গুলিবর্ষণের অভিযোগ অবশ্য অস্বীকার করেছে কর্তৃপক্ষ। তবে মধ্য বাগদাদসহ গুরুত্বপূর্ণ স্থানগুলোতে নিরাপত্তা বাহিনীর উপস্থিতি বাড়ানো হয়েছে।

বেকারত্ব, নিম্নমানের সরকারি পরিষেবা ও সীমাহীন দুর্নীতির অভিযোগে ১ সেপ্টেম্বর ওই বিক্ষোভ শুরু হয়। শুক্রবার আন্দোলনকারীদের সব দাবি মেনে নেওয়া এবং শনিবার বাগদাদে কারফিউ প্রত্যাহারের ঘোষণা দেন দেশটির প্রধানমন্ত্রী আদিল আব্দুল মাহদি। তবে বিক্ষোভকারীরা সব দাবি পূরণ না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়া ঘোষণা দিয়েছে। সূত্র: এনডিটিভি।