তুরস্ককে হুঁশিয়ারি নেতানিয়াহুর, কুর্দিদের সহযোগিতার অঙ্গীকার

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু সিরিয়ায় তুরস্কের সামরিক অভিযানে কুর্দিরা জাতিগত নিধনযজ্ঞের শিকার হতে পারে আশঙ্কার কথা জানিয়েছেন। বৃহস্পতিবার (১০ অক্টোবর) তিনি তুর্কি দখল অভিযানের নিন্দা জানিয়ে সাহসী কুর্দিদের সহযোগিতার অঙ্গীকার করেছেন। ইসরায়েলের সংবাদমাধ্যম হারেৎজ এ খবর জানিয়েছে।

জাতিসংঘের অধিবেশনে বক্তব্য রাখছেন নেতানিয়াহু

বুধবার সিরিয়ার উত্তরাঞ্চলে তুরস্ক ‘পিস স্প্রিং অপারেশন’ শুরু করে। অভিযানের অংশ হিসেবে তুরস্ক সমর্থিত সিরিয়ান ন্যাশনাল আর্মি ইউফ্রেতাসের পূর্বদিকে প্রবেশ করে। তুর্কি অভিযানে সহযোগিতার জন্য তারা অগ্রসর হচ্ছে। কুর্দি নিয়ন্ত্রিত সিরিয়ার উত্তরাঞ্চলে অভিযানের দ্বিতীয় দিনে বিমান হামলা ও স্থল অভিযান জোরালো করেছে তুরস্ক। দেশটির সেনাবাহিনী জানিয়েছে, তারা বেশ কিছু লক্ষ্যবস্তু দখল করেছে। এছাড়া সীমান্তের কেন্দ্রীয় অঞ্চলে তুমুল লড়াই চলছে।

টুইটারে বেনিয়ামিন নেতানিয়াহু লিখেছেন, সিরিয়ার কুর্দি এলাকায় অভিযানের তীব্র নিন্দা জানাচ্ছে ইসরায়েল। কুর্দিরা তুরস্ক ও তাদের মিত্রদের দ্বারা জাতিগত নিধনযজ্ঞের শিকার হতে পারে। সাহসী কুর্দি জনগণকে মানবিক সহযোগিতা দিতে প্রস্তুত ইসরায়েল।

তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এরদোয়ান বৃহস্পতিবার হুমকি দিয়ে বলেছেন, সিরিয়া তুর্কি অভিযানকে দখল বললে ৩৬ লাখ সিরীয় শরণার্থীকে ইউরোপে ঠেলে দেবেন।

এর আগে ইরানের পররাষ্ট্রমন্ত্রী সিরিয়ায় সামরিক অভিযান অবিলম্বে বন্ধ করার জন্য তুরস্কের প্রতি আহ্বান জানিয়েছিলেন।