পাকিস্তান সফর স্থগিত করলেন এরদোয়ান

তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এরদোয়ান তার পূর্ব নির্ধারতি পাকিস্তান সফর স্থগিত করেছেন। বৃহস্পতিবার পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ড. মোহাম্মদ ফয়সাল বিষয়টি জানিয়েছেন। এর কয়েক ঘণ্টা আগে এক তুর্কি কূটনীতিক টুইটারে বিষয়টি জানিয়েছিলেন।

5da831c017a61

তুর্কি প্রেসিডেন্ট এরদোয়ানের সরকারি সফরে পাকিস্তান আসার কথা ছিল ২৩ অক্টোবর।

পাকিস্তান পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র জানিয়েছেন, স্থগিত হওয়া সফরের নতুন তারিখ এখনও নির্ধারণ করা হয়নি।

পাকিস্তানের পক্ষ থেকে তুর্কি প্রেসিডেন্টের সফর স্থগিত করার কোনও কারণ জানানো না হলেও ধারণা করা হচ্ছে, সিরিয়ায় অভিযানের কারণে যুক্তরাষ্ট্র ও পশ্চিমা দেশের সঙ্গে চলমান উত্তেজনার কারণেই এ সিদ্ধান্ত নিয়েছেন এরদোয়ান।

বৃহস্পতিবার সন্ধ্যায় তুরস্কে পৌঁছেছেন যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট মাইক পেন্স। যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও, হোয়াইট হাউজের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা রবার্ট ও’ব্রায়েনসহ একটি প্রতিনিধি দলের নেতৃত্ব দিচ্ছেন পেন্স।