রকেট হামলার পর গাজায় ইসরায়েলি বিমান হামলা

হামাস নিয়ন্ত্রিত গাজা থেকে তিনটি রকেট নিক্ষেপের পর ইসরায়েলি বিমানবাহিনী সেখানে বিমান হামলা চালিয়েছে। হামলায় হামাসের নিয়ন্ত্রণাধীন কয়েকটি স্থাপনায় বোমা ফেলা হয়েছে। ইসরায়েলি সেনাবাহিনী দাবি করেছে, হামাসের সামারিক ও নৌ ঘাঁটি লক্ষ্য করে  এই হামলা চালানো হয়। তবে তাৎক্ষণিকভাবে কোনও হতাহতের খবর পাওয়া যায়নি।

1.8230244.4191399837

ইসরায়েলি সংবাদমাধ্যম হারেৎজ দেশটির সেনাবাহিনীকে উদ্ধৃত করে জানিয়েছে, শনিবার সন্ধ্যায় গাজা উপত্যকা থেকে ইসরায়েলের ভূখণ্ডে তিনটি রকেট ছোড়া হয়। তিনটি রকেটই ইসরায়েলের ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা প্রতিহত করেছে।

হামাস কর্মকর্তারা জানান, গাজার উত্তরাঞ্চলে তাদের সামরিক শাখা আল কাশাম ব্রিগেডের দুটি স্থাপনা এবং পশ্চিমে অপর এক স্থাপনা লক্ষ্য করে ইসরাইল এসব হামলা চালায়।
এর আগে শনিবার, ইসরায়েলি দক্ষিণাঞ্চলীয় শহর সেডরটে রকেট সতর্কতা জারি করা হয়। স্থানীয়রা বেশ কয়েকটি বিস্ফোরণের শব্দ শোনার কথা জানিয়েছেন। সেনাবাহিনী বলেছে, তারা ঘটনাটি খতিয়ে দেখছে।

শনিবার সকাল হতে ইসরায়েলি যুদ্ধবিমান গাজা লক্ষ্য করে উড্ডয়ন করে। সীমান্তে সন্দেহজনক কর্মকাণ্ডের গোয়েন্দা খবর পাওয়ার পর এসব বিমান যাত্রা শুরু করে। তবে বিমানগুলো নিয়মিত চেক শেষ করে ফিরে আসে, টহলে সীমান্ত অনুপ্রবেশের ঘটনার সন্দেহজনক কিছু পায়নি।

এছাড়া শনিবার ইসরায়েলি সেনাবাহিনী দাবি করেছে, দক্ষিণাঞ্চলে দুই ফিলিস্তিনি অনুপ্রবেশ করেছে। ওই দুই ব্যক্তি সশস্ত্র ছিলেন না এবং তাদেরকে সীমান্ত পাড়ি দেওয়ার কারণে জিজ্ঞাসাবাদ করা হয়েছে।