৪টি ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা উন্মোচন করলো হুথি বিদ্রোহীরা

ইয়েমেনে চারটি নতুন ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা উন্মোচন করেছে ইরান সমর্থিত হুথি বিদ্রোহীরা। হুথিদের সর্বোচ্চ রাজনৈতিক কাউন্সিলের প্রধান মাহদি আল মাশাত রবিবার এসব প্রতিরক্ষা ব্যবস্থা উদ্বোধন করেন। মধ্যপ্রাচ্যবিষয়ক সংবাদমাধ্যম মিডল ইস্ট মনিটর এখবর জানিয়েছে।

20190922_2_38336427_47805217

খবরে বলা হয়েছে, নতুন ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থাগুলো হচ্ছে ‘সাকিব-১’, ‘সাকিব-২’, ‘সাকিব-৩’ ও ‘ফাতির-১’।

উদ্বোধনের পর মাহদি আল মাশাত বলেন, ‘হুথিদের বিশেষজ্ঞরাই এসব ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা তৈরি করেছে। এর মধ্য দিয়ে হুথিদের বাহিনীর শক্তি ও সক্ষমতা আবারও স্পষ্ট হয়েছে।’

মাহদি আরও বলেন, জনপ্রিয় হুথি আনসারুল্লাহর মহাসচিব সাইয়্যেদ আব্দুল মালিক আল হুথি প্রতিরক্ষা শক্তি জোরদারের যে প্রতিশ্রুতি দিয়েছিলেন এসব সামরিক সরঞ্জাম তৈরির মাধ্যমে সেই প্রতিশ্রুতিরই বাস্তবায়ন ঘটছে।

এসব প্রতিরক্ষা ব্যবস্থা সৌদি জোটের সঙ্গে ইয়েমেনের যুদ্ধের মোড় ঘুরিয়ে দেবে বলে তিনি মন্তব্য করেন।

হুথিদের সশস্ত্র বাহিনীর মুখপাত্র ইয়াহিয়া সারি বলেন, এসব প্রতিরক্ষা ব্যবস্থার খুঁটিনাটি বিষয় খুব শিগগিরই জানানো হবে।

সম্প্রতি হুথিদের প্রতিরক্ষা ব্যবস্থা ইয়েমেনের জাওফ প্রদেশে সৌদি আরবের একটি টর্নেডো জঙ্গি বিমান ভূপাতিত করতে সক্ষম হয়েছে।