বাংলাদেশসহ ৭ দেশের সঙ্গে বিমান চলাচল স্থগিত করলো কুয়েত

করোনা ভাইরাসের বিস্তার ঠেকাতে কুয়েতের বেসামরিক বিমান চলাচল অধিদপ্তর বাংলাদেশসহ সাতটি দেশের সঙ্গে বিমান চলাচল স্থগিত করেছে। শনিবার থেকে এই সিদ্ধান্ত কার্যকর হবে টুইটারে এক পোস্টে জানানো হয়েছে।

kuwait-travelban-coronavirus

বাংলাদেশ ছাড়া অন্য দেশগুলোর মধ্যে রয়েছে মিসর, লেবানন, সিরিয়া, ফিলিপাইন, ভারত ও শ্রীলঙ্কা। এক সপ্তাহের জন্য বিমান চলাচল স্থগিত থাকবে।

এছাড়া গত দুই সপ্তাহ বাংলাদেশসহ এই সাত দেশে অবস্থানকারীদের কুয়েত প্রবেশে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। তবে কুয়েতি নাগরিকরা দেশে ফিরতে পারবেন। তাদেরকে কোয়ারেন্টাইন প্রক্রিয়ার মধ্য দিয়ে যেতে হবে।

শুক্রবার পর্যন্ত কুয়েতে কোভিড-১৯ এ আক্রান্ত ৫৮ জনকে শনাক্ত করা হয়েছে। সূত্র: রয়টার্স।