জেরুজালেমে ইসরায়েলি পুলিশের গুলিতে নিহত নিরস্ত্র ফিলিস্তিনি

অস্ত্র বহনকারী সন্দেহে এক ফিলিস্তিনিকে গুলি করে হত্যা করেছে ইসরায়েলি পুলিশ। তবে পরে জানা গেছে ওই ফিলিস্তিনির সঙ্গে কোনও অস্ত্র ছিল না। শনিবার সকালে পূর্ব জেরুজালেমে এই ঘটনা ঘটে। ইসরায়েলি সংবাদমাধ্যমের বরাতে এখবর জানিয়েছে দ্য গার্ডিয়ান।

7b4ecc9a10024b33b4de32176f9f4e17_18







ইসরায়েলি পুলিশের মুখপাত্র মিকি রোজেনফেল্ড বলেন, পুলিশের টহল ইউনিট এক ব্যক্তির হাতে পিস্তলের মতো বস্তু থাকার সন্দেহ করে। তারা ওই ব্যক্তিকে থামতে বলে এবং ধাওয়া করে। ধাওয়ার এক পর্যায়ে পুলিশ কর্মকর্তারা সন্দেহভাজনকে গুলি করে।
মুখপাত্র জানান, নিহত ব্যক্তি পূর্ব জেরুজালেমের বাসিন্দা এবং ফিলিস্তিনি।
ওই ব্যক্তি অস্ত্র বহন করছিলেন কিনা তা পুলিশ জানায়নি । তবে ইসরায়েলের সংবাদমাধ্যম চ্যানেল থার্টিন নিউজ তাদের খবরে জানিয়েছে, নিহত ব্যক্তি নিরস্ত্র ছিলেন এবং হয়ত মানসিক স্বাস্থ্য-জনিত সমস্যা থাকতে পারে।
এই বিষয়ে ফিলিস্তিনি কর্তৃপক্ষের তাৎক্ষণিক প্রতিক্রিয়া জানা যায়নি।
ইসরায়েল জর্ডান উপত্যকায় ইহুদি বসতি স্থাপনের পরিকল্পনা গ্রহণের পর থেকে দখলকৃত পশ্চিম তীরে উত্তেজনা বিরাজ করছে। ফিলিস্তিন, আরব দেশ, জাতিসংঘ ও ইউরোপীয় কয়েকটি দেশ এই পরিকল্পনার বিরুদ্ধে সতর্ক করেছে। ফিলিস্তিনিরা জানিয়েছে, এই পরিকল্পনার প্রতিবাদে তারা ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের সঙ্গে নিরাপত্তা সহযোগিতা বন্ধ করে দেবে।
এর আগে শুক্রবার ইসরায়েলি সেনাবাহিনী পশ্চিম তীরে এক ফিলিস্তিনিকে গুলি করে হত্যা করেছিল।