হাসপাতালের জানালা দিয়ে লাফিয়ে পড়ে করোনা রোগীর মৃত্যু

মিসরের একটি হাসপাতালে চতুর্থ তলা থেকে জানালা দিয়ে লাফিয়ে পড়ে এক করোনাভাইরাসে আক্রান্ত রোগীর মৃত্যু হয়েছে। দেশটির কেনা গভর্নোরেট এলাকায় এই ঘটনা ঘটেছে। সরকারি সংবাদমাধ্যম আল-আহরাম-এর বরাতে এখবর জানিয়েছে মিডল ইস্ট মনিটর।

egypt-doctors

খবরে বলা হয়েছে, করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার পর মানসিক স্বাস্থ্যের অবনতি হলে ৫৩ বছরের ওই ব্যক্তি আত্মহত্যা করেছেন।

মিসরে করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার আত্মহত্যার দ্বিতীয় ঘটনা। এর আগে কায়রো আব্বাসিয়া পালমনোলজি হাসপাতালের পঞ্চম তলা থেকে লাফিয়ে আরেক রোগীর মৃত্যু হয়েছিল।

করোনার ফলে আক্রান্তদের মানসিক স্বাস্থ্যের অবনতি ও প্রভাব সম্পর্কে বিশ্বের বিভিন্ন দেশের স্বাস্থ্য বিশেষজ্ঞরা সতর্ক করে আসছেন। তাদের আশঙ্কা, সামাজিক দূরত্বের কারণে ফাঁদে আটকে পড়া ও একাকীত্বের অনুভূতি জন্ম নেয় অনেক আক্রান্তের মনে।

মিসর সরকার আইসোলেশনে থাকা রোগীদের মানসিক সহযোগিতার জন্য একটি হটলাইন চালু করলেও দেশটিতে মানসিক স্বাস্থ্য নিয়ে অনেক সামাজিক কুসংস্কার প্রচলিত আছে।

অর্থনীতি সচল করতে করোনা ঠেকাতে জারি বিভিন্ন বিধিনিষেধ শিথিল করলেও মিসরে বাড়ছে করোনায় আক্রান্তের সংখ্যা। বিশ্ব স্বাস্থ্য সংস্থার বিশেষজ্ঞরা আশঙ্কা করেছেন, যেসব দেশে দ্বিতীয় দফা করোনার সংক্রমণ ছড়াতে পারে সেগুলোর একটি হলো মিসর।

সরকারি তথ্য অনুসারে, মিসরে করোনায় আক্রান্তের সংখ্যা ৪৮ হাজার এবং মৃত্যু হয়েছে ১ হাজার ৭৬৬ জনের। সরকারি কর্মকর্তারাই বলছেন, প্রকৃত আক্রান্তের সংখ্যা হয়ত সাত গুণ বেশি হতে পারে।