নতুন আইন পাস হলে কুয়েত ছাড়তে হবে ৮ লাখ ভারতীয়কে

প্রস্তাবিত একটি নতুন আইন পাস হলে ৮ লাখ ভারতীয় প্রবাসীকে কুয়েত ছাড়তে হবে। প্রস্তাবিত আইনে কুয়েতে ভারতীয়দের সংখ্যা মোট জনসংখ্যার ১৫ শতাংশের বেশি হতে না দেওয়ার প্রস্তাব করা হয়েছে। মধ্যপ্রাচ্যভিত্তিক গালফ নিউজ-এর এক প্রতিবেদনে বিষয়টি জানা গেছে।

20200705_labors_1731eece4ba_large

গতমাসে কুয়েতের প্রধানমন্ত্রী শেখ সাবা অল খালিদ অন সাবা বলেন, দেশের মোট জনসংখ্যার ৭০ শতাংশ এখন বিদেশি। তাদের সংখ্যা কমিয়ে ৩০ শতাংশ করা হবে।

প্রস্তাবিত বিলে সম্মতি দিয়েছে দেশটির ন্যাশনাল অ্যাসেম্বলি। আইনটি পাস হলে কুয়েতে কর্মরত ১৪ লাখ ৫০ হাজার ভারতীয়দের মধ্যে দেশ ছাড়তে হবে অন্তত ৮ লাখ প্রবাসীকে।

কুয়েতের মোট জনসংখ্যা ৪৩ লাখ। এর মধে বিদেশিদের সংখ্যা ৩০ লাখ। আর এই বিদেশিদের মধ্যে প্রায় অর্ধেক ভারতীয়। 

বিশ্ব জুড়ে করোনা মহামারি শুরু হওয়ার পরেই কুয়েত বিদেশিদের সংখ্যা কমানোর উদ্যোগ গ্রহণ শুরু করে।