জনগণ মাস্ক না পরায় ‘লজ্জিত’ ইরানের সর্বোচ্চ নেতা

ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনি জনগণের মাস্ক না পরার সমালোচনা করেছেন বলে এক প্রতিবেদনে জানা গেছে। ওই প্রতিবেদনে বলা হয়েছে, যেসব মানুষ মাস্ক পরার মতো এমন সহজ কিছুই করছেন না তাদের আচরণে তিনি লজ্জিত। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এখবর জানিয়েছে।

4bvb48d36b34fb1ouc3_800C450

আয়াতুল্লাহ খামেনি রবিবার ইরানের পার্লামেন্টের চেয়ারম্যান, প্রতিনিধি ও কর্মীদের সঙ্গে ভিডিও লিংকে অনলাইন বৈঠকে যোগ দেন। এসময় মাস্ক না পরার সমালোচনার পাশাপাশি ভাইরাসের পুনরুত্থান ঠেকাতে তিনি জনগণকে সহযোগিতার আহ্বান জানান।

ইরানে দ্বিতীয় দফা করোনার পুনরুত্থান ঘটেছে। এই ধাপে রবিবার দেশটিতে ২ হাজার ১৮৬ জন নতুন আক্রান্ত ও ১৯৪ জনের মৃত্যু হয়েছে।

খামেনি করোনাভাইরাসের এই পুনরুত্থানকে সত্যিই মর্মান্তিক বলে উল্লেখ করেছেন।

যুক্তরাষ্ট্রের জনস হপকিন্স ইউনিভার্সিটির তথ্য অনুসারে, মহামারির শুরু থেকে এখন পর্যন্ত ১২ হাজার ৬০০ জনের বেশি মানুষের মৃত্যু হয়েছে ইরানে।

শনিবার ইরান জানিয়েছে, দেশের অর্থনীতির করোনাভাইরাস মোকাবিলায় আরেকটি লকডাউন কার্যকর করার সামর্থ্য নেই ।