সৌদি তেল স্থাপনায় হুথিদের ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা

ইয়েমেনের হুথি বিদ্রোহীরা সৌদি আরবের একটি তেল স্থাপনায় হামলা চালানোর দাবি করেছে। সংগঠনটি জানিয়েছে, সৌদি শহর জিজানের দক্ষিণের একটি শিল্প ভবনে এই তেল স্থাপনায় হামলা চালানো হয়। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এখবর জানিয়েছে।

122918-untitled-design-3

হুথি বিদ্রোহীরা দাবি করেছে, তাদের হামলায় কয়েক ডজন সৌদি সামরিক কর্মকর্তা আহত ও নিহত হয়েছে। হুথিদের সামরিক মুখপাত্র ইয়াহিয়া সারিয়া এক বিবৃতিতে হামলা চালানোর কথা নিশ্চিত করেছেন।

হুথিদের বিরুদ্ধে লড়াইরত সৌদি আরবের নেতৃত্বাধীন সামরিক জোট সোমবার জানিয়েছেন, হুথিদের ছোড়া চারটি ক্ষেপণাস্ত্র ও বোমাবাহী ছয়টি ড্রোন ধ্বংস করেছে তারা।

সৌদি প্রেস এজেন্সি জোটের মুখপাত্র তুর্কি আল-মালকিকে উদ্ধৃত করে জানিয়েছে, ইয়েমেনের রাজধানী সানা থেকে এসব ক্ষেপণাস্ত্র ও ড্রোন পরিচালনা করা হয়েছে এবং এগুলোর লক্ষ্যবস্তু ছিল বেসামরিক।