আমিরাতে চালু আরব বিশ্বের প্রথম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র

আরব বিশ্বের প্রথম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের কার্যক্রম শুরু করেছে সংযুক্ত আরব আমিরাত। কাতারের পূর্বদিকে উপসাগরীয় উপকূলে এই বিদ্যুৎকেন্দ্র স্থাপন করা হয়েছে। দক্ষিণ কোরিয়ার প্রযুক্তি ব্যবহার করে বারাকাহ কেন্দ্রের চারটি রিঅ্যাক্টরের (চুল্লি) একটিতে পারমাণবিক ফিউশন শুরু হয়েছে। শনিবার ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এখবর জানিয়েছে।

_113775430_mediaitem113774509

এই পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের কার্যক্রম ২০১৭ সালে শুরু হওয়ার কথা ছিল। কিন্তু বিভিন্ন নিরাপত্তা ইস্যুতে কয়েকবার পিছিয়ে যায়। তেল সমৃদ্ধ আরব আমিরাত চায় বারাকাহ বিদ্যুৎকেন্দ্র থেকে দেশটির মোট চাহিদার এক-চতুর্থাংশ সরবরাহ নিশ্চিত করতে।

মাত্র এক সপ্তাহ আগে সংযুক্ত আরব আমিরাত মঙ্গল গ্রহে একটি মহাকাশযান পাঠিয়েছে। উপসাগরীয় দেশগুলোর জন্য এটিই ছিল প্রথম কোনও বড় মাপের এমন বৈজ্ঞানিক অভিযান।

দেশটি সৌর বিদ্যুতেও বড় ধরনের বিনিয়োগ করছে। অনেক জ্বালানি বিশেষজ্ঞ বারাকাহ পারমাণবিক কেন্দ্রের যৌক্তিকতা নিয়ে প্রশ্ন তুলছেন। তারা বলছেন, সৌর বিদ্যুৎ পরিবেশবান্ধব, সাশ্রয়ী এবং রাজনৈতিক ও সন্ত্রাসবাদে পর্যদুস্ত এলাকার জন্য অনেক বেশি সামঞ্জস্যপূর্ণ।