ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করবে না কাতার

সংযুক্ত আরব আমিরাত ও বাহরাইন ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করলেও এমন পদক্ষেপ নেওয়ার বিষয়ে অস্বীকৃতি জানিয়েছে কাতার। দেশটির এক কর্মকর্তা বলেছেন, ইসরায়েল-ফিলিস্তিন সংকটের সমাধান হতে পারে না সম্পর্ক স্বাভাবিকীকরণ। উপসাগরীয় অন্যান্য আরব দেশের মতো কাতার ইসরায়েলের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক স্থাপন করবে না। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এখবর জানিয়েছে।

9d703fcae0e04573b44685cfad0be8b3_18

মার্কিন সংবাদমাধ্যম ব্লুমবার্গকে দেওয়া এক সাক্ষাৎকারে কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ললওয়াহ আল-খাতের বলেন, আমরা মনে করি না এই সংকটের মূলে সম্পর্ক স্বাভাবিকীকরণ রয়েছে। তাই এই উদ্যোগ সংকটের সমাধান হতে পারে না।

কাতারি পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বলেন, এই সংকটের মূলে রয়েছে ফিলিস্তিনি জনগণ দুঃসহ জীবনযাপন করছে কোনও দেশ ছাড়া দখলদারিত্বের মধ্যে।

আল-খাতের এমন সময় এই মন্তব্য করলেন যখন বাহরাইন ও সংযুক্ত আরব আমিরাতে মঙ্গলবার হোয়াইট হাউসে ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিকীকরণের চুক্তির স্বাক্ষর অনুষ্ঠান আয়োজন করেছে। এই চুক্তির ফলে ইসরায়েলের সঙ্গে দুটি আরব দেশের কূটনৈতিক, বাণিজ্যিক, নিরাপত্তা ও অন্যান্য বিষয়ে সম্পর্ক স্থাপিত হবে।