লাদেনের সাবেক দেহরক্ষী নাসের আল-বাহরির মৃত্যু

দীর্ঘদিন ধরে অসুস্থ থাকার পর মারা গেছেন আল কায়েদা নেতা ওসামা বিন লাদেনের সাবেক দেহরক্ষী নাসের আল-বাহরি। শনিবার ইয়েমেনের দক্ষিণের শহর মুকাল্লার একটি হাসপাতালে নাসেরের মৃত্যু হয় বলে জানিয়েছে বিবিসি।

লাদেনের সাবেক দেহরক্ষী নাসের আল-বাহরি

খবরে বলা হয়েছে, আফগানিস্তানে লাদেন যখন অবস্থান করছিলেন তখন নাসের তার ব্যক্তিগত গাড়ির চালক হিসেবেও কাজ করেছেন।

ইয়েমেনের নাগরিক নাসের গুয়ানতানামো বে কারাগারে আটক ছিলেন। সেখান থেকে ছাড়া পাওয়ার পর ২০০৮ সালে ইয়েমেনে ফেরেন।

২০১০ সালে বিবিসিকে  এক সাক্ষাৎকারে নাসের ইয়েমেনের তরুণ প্রজন্ম সন্ত্রাসবাদে উৎসাহিত হচ্ছে বলে সতর্ক করেছিলেন তিনি। 

নব্বইয়ের দশকে বসনিয়া, সোমালিয়া ও আফগানিস্তানে আল-কায়েদার জঙ্গি হামলা পরিচালনায় নাসের সরাসরি জড়িত ছিলেন। পরে তিনি আল কায়েদা থেকে বেরিয়ে যান বলে বিবিসির খবরে উল্লেখ করা হয়েছে। সূত্র: বিবিসি বাংলা।

/এএ/