বাহরাইনে অনুমোদন পেলো অক্সফোর্ড ভ্যাকসিন

যুক্তরাজ্যের ওষুধ কোম্পানি অ্যাস্ট্রাজেনেকা ও অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের উদ্ভাবিত করোনা ভ্যাকসিন জরুরি ব্যবহারের জন্য অনুমোদন দিয়েছে বাহরাইন। সোমবার এই অনুমোদন দেয় দেশটির ন্যাশনাল হেলথ রেগুলেটরি অথরিটি। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এখবর জানিয়েছে।

খবরে বলা হয়েছে, ন্যাশনাল হেলথ রেগুলেটরি অথরিটির গবেষণার ভিত্তিতে এই অনুমোদন দেওয়া হয়েছে। এতে অংশগ্রহণ করেছে দেশটির ক্লিনিক্যাল রিসার্চ কমিটি ও স্বাস্থ্য মন্ত্রণালয়ের টিকা ইমিউনাইজেশন কমিটি।

জনস হপকিন্স বিশ্ববিদ্যালয়ের সংগৃহীত তথ্য অনুসারে, ১৬ লাখ মানুষের ছোট দেশটিতে করোনায় আক্রান্ত শনাক্ত হয়েছেন ৯৯ হাজার ৮০০ জন। এদের মধ্যে মৃত্যু হয়েছে ৩৬৭ জনের।

অক্সফোর্ডের ভ্যাকসিনের আগে বাহরাইন ফাইজার-বায়োএনটেক এবং চীনের সিনোফার্মের উদ্ভাবিত ভ্যাকসিনকে অনুমোদন দিয়েছে।

ক্লিনিক্যাল ট্রায়ালে অক্সফোর্ডের ভ্যাকসিন ৭০.৪ শতাংশ কার্যকর বলে দাবি করা হয়েছে। গত সপ্তাহে ইউরোপীয় ইউনিয়নকে প্রতিশ্রুত ভ্যাকসিন ডোজের ৬০ শতাংশ কম সরবরাহের কথা জানায় অ্যাস্ট্রাজেনেকা।

অনুমোদন দিলেও কবে থেকে অক্সফোর্ডের ভ্যাকসিন প্রয়োগ শুরু হবে তা জানা যায়নি। ২৮ দিনের ব্যবধানে ভ্যাকসিনটির দুটি ডোজ নিতে হয়।