সিরিয়ায় রুশ বিমান হামলায় ২১ আইএস জঙ্গি নিহত

সিরিয়ার মরুভূমি এলাকায় রাশিয়ার বিমান হামলায় জঙ্গিগোষ্ঠী ইসলামিক স্টেট (আইএস)-এর ২১ সদস্য নিহত হয়েছে। গত ২৪ ঘণ্টায় এসব বিমান হামলা চালানো হয়। একটি মানবাধিকার সংস্থার দিয়ে ফরাসি বার্তা সংস্থা এএফপি এখবর জানিয়েছে।

যুক্তরাজ্যভিত্তিক সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস জানায়, আলেপ্পো, হামা ও রাকা প্রদেশের সীমান্তে আইএস জঙ্গিদের লক্ষ্য করে গত ২৪ ঘন্টায় রাশিয়ার বিমান বাহিনী অন্তত ১৩০ বার হামলা চালিয়েছে। এতে অন্তত ২১ জঙ্গি নিহত হয়েছে।

সংস্থাটি আরও জানায়, আইএস জঙ্গিরা শুক্রবার সরকার ও তার মিত্র বাহিনী লক্ষ্য করে একের পর এক হামলা চালায়। এতে দামেস্কপন্থী ৮ মিলিশিয়া নিহত হয়েছে। এর পাল্টা পদক্ষেপ হিসেবে রাশিয়া বিমান হামলা শুরু করে। শনিবারও তা অব্যাহত রয়েছে।

সম্প্রতি বাদিয়া হিসেবে পরিচিত সিরিয়ার বিশাল মরুভূমি অঞ্চলে আইএস ও রুশ সমর্থিত সরকারি বাহিনীর মধ্যে সংঘর্ষ বেড়েছে। এসব সংঘর্ষে সহস্রাধিক সরকারি সেনা নিহত হয়েছে। এছাড়া ১৪৫ জন ইরানপন্থী মিলিশিয়া ও ৭৫০ জনেরও বেশি আইএস জঙ্গিও প্রাণ হারিয়েছে।