ইরানের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করলো বাহরাইনও

nonameসৌদি আরবের পর এবার ইরানের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করার ঘোষণা দিল মধ্যপ্রাচ্যের দেশ বাহরাইন। সোমবার বাহরাইন এ ঘোষণা দেয় বলে জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি।
এর আগে রবিবার ইরানের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করার ঘোষণা দেয় সৌদি আরব। শেখ নিমরের মৃত্যুদণ্ড কার্যকর করার জেরে তেহরানে সৌদি আরবের দূতাবাসে হামলার পর এ সিদ্ধান্ত নেয় রিয়াদ। এরইমধ্যে রিয়াদে নিযুক্ত ইরানি রাষ্ট্রদূতকে দুই দিনের মধ্যে সৌদি আরব ত্যাগের নির্দেশ দেওয়া হয়েছে।
নিমরের মৃত্যুদণ্ড কার্যকরের ঘোষণার কয়েক ঘণ্টার মধ্যেই শনিবার দিবাগত রাতে ইরানের সৌদি আরবের দূতাবাস ভবনে হামলা করে বিক্ষোভকারীরা। হামলায় জড়িত সন্দেহে ৪৪ জনকে গ্রেফতার করে ইরানের পুলিশ।
মধ্যপ্রাচ্যে সুন্নি ও শিয়া রাষ্ট্রের মধ্যে ক্ষমতাধর হচ্ছে সৌদি আরব ও ইরান। বাহরাইন সুন্নি মুসলমান রাজা দ্বারা শাসিত হলেও দেশটির জনগণের সংখ্যাগরিষ্ঠ হচ্ছে শিয়া সম্প্রদায়ের।

শিয়া নেতা নিমরের শিরশ্ছেদের পর মধ্যপ্রাচ্যজুড়ে শিয়া-সুন্নি সংঘাত বেড়ে যাওয়ার আশঙ্কা করা হচ্ছে। সোমবার ইরাকে দুটি সুন্নি মসজিদে বোমা হামলায় এক ইমাম নিহত হয়েছেন।

/এএ/